কাজ থেকে বিরতি পেলেই এই জুটি বেরিয়ে পড়েন ঘুরতে। এবার চললেন প্যারিস। মঙ্গলবার নেহা নিজেদের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করলেন। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে,প্রেমের শহরে প্রকাশ্যে অপরের ঠোঁটে চুম্বন করতে ব্যস্ত সকলের প্রিয় নেহুপ্রীত। ক্যপাশানে লিখলেন, ‘তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, যদিও এটা প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।’ চ ভালোবাসার শহরে প্রকাশ্যে একে অপরের ঠোঁটে আশ্রয় খুঁজে পেলেন নেহুপ্রীত। এই ছবির কমেন্ট বক্সে রোহনপ্রীত লেখেন, ‘আমার ভালোবাসা তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি’। সোশ্যাল মিডিয়ায় এই ঘনিষ্ঠতা ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল।
Neha-Rohanpreet: ভালোবাসার ঠোঁট ঠোঁট রেখে চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত! ভাইরাল নেহুপ্রীতের রোম্যান্টিক পোস্ট
স্বামী স্ত্রী দুজনেই বেশ বলি ইন্ড্রাস্টির বড় সঙ্গীতশিল্পী। এরা আর কেউ নন নেহা কক্কর আর রোহনপ্রীত সিং। গত বছর ২৪ অক্টোবর বেশ ধুমধাম করে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা…

By

আরও পড়ুন