“ইয়ে লড়কি পাগল হ্যায় পাগল হ্যায়” ..গানে তুমুল নাচছেন সদ্য বিবাহিতা নেহার। ব্যাস আর কে পায় তাঁকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছতে পৌঁছতে ভাইরাল হয়। নেহার এমন নৃত্য দেখে নেটজনতার চোখ কপালে। অনেকে ভাবছেন বিয়ের পর নেহার মনে ফুর্তি দ্বিগুণ হয়েছে, কেউ কেউ বলছেন ‘বেস্ট হানিমুন’ এফেক্ট। কেউ কেউ এও বলছেন দুবাই থেকে ফিরে নেহা আরও বেশি জংলী বিল্লি হয়ে গেছেন। নানান কমেন্টে নেহার ভিডিও এখন ভাইরাল। অনেকেই নেহার সঙ্গে “ইয়ে লড়কি পাগল হ্যায় পাগল হ্যায়” ধুনে তাল মেলাচ্ছেন। দেখুন নেহার দুষ্টু মিষ্টি পাগলামি।
ছোট পোশাকে নেহা কক্করের উদ্দাম নাচ, হানিমুন থেকে ফিরতেই ভাইরাল ভিডিও
page-3 র প্রথম পাতায় নেহা কক্কর থাকবেননা তা কি কখনো হয়? এমনিতেই অতিমারির মধ্যে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করেন নেহা। প্রায় সাত দিন ধরে চলে তার বিয়ের পর্ব। মধুচন্দ্রিমাতেও কোন…

আরও পড়ুন