সচিন তেণ্ডুলকর এবং তাঁর স্ত্রী অঞ্জলির বয়সের ফারাক ৬ বছর তা হয়তো অনেকেই জানেন। কিন্তু সদ্য বিয়ে হওয়া নেহা ও রোহনপ্রীতের বয়সের ফারাক কত জানেন? গুনে গুনে ৭ বছর। ২০২০ র ডিসেম্বর এলে রোহনপ্রীত গুঁটি গুঁটি পায়ে ২৬ এ পৌঁছবেন, এদিকে নেহা বয়স ৩২ এ গাঁটছড়া বাঁধলেন। তাহলেই বুঝুন সচিনকে টেক্কা দিলেন কিনা নেহা।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করেছেন বহুজনে। ঐশ্বর্য হোক বা প্রিয়াঙ্কা বা সুস্মিতা বা মালাইকা- অর্জুন মনের মানুষের কাছে বয়স শুধু মাত্র হাতের ময়লা। এবার সেই রাস্তায় হাঁটলেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংও। নিজের থেকে ৭ বছরের ছোট পাত্র নির্বাচন করেন গায়িকা নেহা।
it looks nearly the same to me#nooffenceintended #nehakakkar #nehakakkarwedding #nehakakkarwedsrohanpreet #bestwishes #happymarriedlife #anushkasharma #virushka #virushkawedding #ViratKohli pic.twitter.com/iksPEFDWLk
— sass_all (@sassall1) October 25, 2020
রসায়ন এখানেই শেষ নয়, রোহনপ্রীতের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজেকে ‘মিসেস সিং’ বলেও পরিচয় দিচ্ছেন নেহা কক্কর।
‘নেহুপ্রীত’ এর এমন ভালবাসার বিয়ে দেখে যেমন অনেকে মুগ্ধ তেমনই জোরদার ট্রোলের শিকার হয়েছেন এই সেলেব দম্পতি। অনেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পোশাক নকল করেই তৈরি করা হয়েছে নেহা কক্করের বিয়ের পোশাক। বিয়ের দিন হোক বা রিসেপশন প্রতিটা সাজই অনুষ্কা-প্রিয়াঙ্কার বিয়ের সাজের নকল বলে জানিয়েছেন অধিকাংশ নেটিজেনরা।