Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাঠের মাঝে রাতের বেলা আম্রপালির সাথে রোমান্স করলেন নীরাহুয়া, ভিডিও ভাইরাল

বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা…

Avatar

বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আম্রপালি দুবে। নিরাহুয়া এবং আম্রপালি জুটির প্রত্যেকটি গান সুপারহিট হয় ইউটিউব দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভোজপুরি মিউজিক ভিডিও, ‘ডাহকে বদন যারে জিয়া’। এটি নতুন মুক্তিপ্রাপ্ত ভোজপুরি সিনেমা ‘কালাকাণ্ড’ এর। এতে মাঝরাতে পার্কের মধ্যে নিরাহুয়া ও আম্ভ্রপালিকে রোমান্স করতে দেখা গিয়েছে। তাঁদের হট কেমিস্ট্রি দেখে লজ্জা পেয়ে যেতে পারেন আপনিও। দুজনের এই গানটা খুবই রোমান্টিক। গানটিতে নিরহুয়া এবং আম্রপালীকে দোলনায় রোমান্স করতে দেখা যায়। গানটিতে অনেক সুন্দর লাগছিল অভিনেত্রীকে। এই গানটি নীলকমল সিং এবং প্রিয়াঙ্কা সিং একসাথে গেয়েছেন, যখন গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব এবং সঙ্গীত দিয়েছেন রজনীশ মিশ্র।
About Author