Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Video: ভাইরাল নীলম গিরির ডান্স ক্লিপ, কোটি দর্শক দেখছেন বারবার

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নীলম গিরি আবারও শিরোনামে। তাঁর নাচের মুভস, এক্সপ্রেশন আর স্টাইল বারবার দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নতুন হোক বা পুরনো—তাঁর প্রায় সব ভিডিওই ভাইরাল হয় নেটদুনিয়ায়।…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নীলম গিরি আবারও শিরোনামে। তাঁর নাচের মুভস, এক্সপ্রেশন আর স্টাইল বারবার দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নতুন হোক বা পুরনো—তাঁর প্রায় সব ভিডিওই ভাইরাল হয় নেটদুনিয়ায়। এবারও সেই একই চিত্র দেখা গেল।সম্প্রতি নীলম গিরির একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ফেলেছে। প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া গান মচ্ছর কাটতা আবারও ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে। গানটি গেয়েছেন ভোজপুরি সঙ্গীত জগতের আরেক জনপ্রিয় শিল্পী শিল্পি রাজ এবং মিউজিক কম্পোজ করেছেন আর্যা শর্মা। ভিডিওতে নীলমকে দেখা যাচ্ছে ব্ল্যাক ডিপ-নেক ব্লাউজ এবং হাই-স্লিট লেহেঙ্গায়। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি, এক্সপ্রেশন আর নাচের ভঙ্গি ভক্তদের মুগ্ধ করেছে।ভিডিওটি যদিও নতুন নয়, তবে ভক্তদের ভালোবাসায় আজও সমান জনপ্রিয়। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১২ মিলিয়ন। ভক্তদের মন্তব্যে বারবার উঠে এসেছে—“নীলাম মানেই গ্ল্যামার আর এনার্জি।” শুধু নতুন কনটেন্ট নয়, পুরনো গান ও ভিডিওতেও তাঁর জনপ্রিয়তা যে অটুট, তা আবারও প্রমাণিত হল।এদিকে নীলম গিরির নাম নিয়ে আরেকটি জল্পনা চলছে। গুঞ্জন উঠেছে, তিনি বিগ বস সিজন ১৯–এর কনটেস্ট্যান্ট লিস্টে রয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রোমোতেও দর্শকরা অনুমান করছেন, সেখানে “পতলি কমর মটকা কে” গানে নাচতে দেখা গিয়েছে নীলমকেই। যদিও এ বিষয়ে এখনও কোনও অফিসিয়াল কনফার্মেশন নেই। ভক্তদের এই কৌতূহল মিটবে প্রোগ্রামের প্রিমিয়ার পরেই।ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রমশ নিজের অবস্থান মজবুত করছেন নীলম গিরি। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্ট, রিল এবং ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়। তাঁর বাড়তে থাকা জনপ্রিয়তা যে তাঁকে আরও বড় প্ল্যাটফর্মে পৌঁছে দেবে, তা নিয়ে ভক্তদের কোনও সন্দেহ নেই।
About Author