Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগে হালকা ফ্লার্টে মজলেন ‘কৃষ্ণকলির’ নীল, সঙ্গে ঘনিষ্ট বান্ধবী

পুজো আসছে, একটা ঠাণ্ডা মিষ্টি হাওয়া বয়ে চলেছে বাইরে, মনটাও উরু উরুই করছে প্রতিবারের মতন। কিন্তু এই বছর যে গোলমেলে বছর, তাই পুজোর রোশনাই হয়তো একটু কমই হবে, তবে পুজো…

Avatar

পুজো আসছে, একটা ঠাণ্ডা মিষ্টি হাওয়া বয়ে চলেছে বাইরে, মনটাও উরু উরুই করছে প্রতিবারের মতন। কিন্তু এই বছর যে গোলমেলে বছর, তাই পুজোর রোশনাই হয়তো একটু কমই হবে, তবে পুজো হচ্ছে। আর তাই একেবারে নতুন পোশাকে সেজে ‘কৃষ্ণকলির’ নীল মজলেন পুরনো প্রেমিকা সৈরিতির সঙ্গে।প্রেমিকার হাতে হাত রেখে অক্ষয় কুমারের ডায়লগ বলছিলেন নীল। ওমা! যেই নীল ফ্লার্ট করা শুরু করে দিল ওমনি ঠিক ওমনি হাতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে হাজির বর্তমান প্রেমিকা তৃণা সাহা। ব্যাস, ফ্লার্টের দফারফা হয়ে গেল।
 
View this post on Instagram
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

পুরনো প্রেমিকাকে ঘাবড়ে গিয়ে বোন ডেকে ফেললেন! বুঝুন কী কাণ্ড! ভাবছেন এইসব কখন ঘটলো? আপনি নীলের ইন্সটগ্রাম পেজে যান দেখতে পারবেন কেমন করে পুরনো প্রেমিকা বোন হয়ে গেল। এমনিতেই নীল আর তৃণা সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ। প্রায়শই মজার ভিডিও পোস্ট করেন এই দুই প্রাণের বন্ধু।এক একদিন একেক স্টাইলের ড্রেসে ধরা দেন ‘কৃষ্ণকলির’ নীল।
About Author