Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NCB-র হাত থেকে কয়েকদিনের জন্য স্বস্তি পেলেন দীপিকার ম্যানেজার করিশ্মা

দীপিকার ম্যানেজার করিশ্মার ভার্সোভার বাড়িতে তল্লাসি চালিয়ে ১.৭ গ্রাম চরস ও সিবিডি‌ অয়েলের কিছু বোতল পেয়েছে এনসিবি। সেই তল্লাসির জেরেই তৃতীয়বার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয় NCB-র তরফ থেকে। বেশ…

Avatar

দীপিকার ম্যানেজার করিশ্মার ভার্সোভার বাড়িতে তল্লাসি চালিয়ে ১.৭ গ্রাম চরস ও সিবিডি‌ অয়েলের কিছু বোতল পেয়েছে এনসিবি। সেই তল্লাসির জেরেই তৃতীয়বার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয় NCB-র তরফ থেকে। বেশ কয়েকদিন ধরে বেপাত্তা ছিলেন করিশ্মা। অবশেষে ৪ নভেম্বর এনসিবি-র দপ্তরে হাজিরা দেন দীপিকার ম্যানেজার। এদিনই করিশ্মা প্রকাশকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরোর আধিকারিকরা। এরপরেই আগামী ৭ ই নভেম্বর পর্যন্ত দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যে করিশ্মা অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন। এদিকে NCB- তরফে করিশ্মার অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করা হলেও আগামী ৭ ই নভেম্বর করিশ্মার অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না। প্রসঙ্গত, করিশ্মা প্রকাশের পাশাপাশি দীপিকা পাড়ুকোনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

About Author