Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ananya Panday: বলিউড মাদক চক্রে আরিয়ানের সাথে অনন্যা যোগ? অভিনেত্রীর বাড়িতে তল্লাশি এনসিবির

দিন যত যাচ্ছে এই মাদক চক্রের জট আরো জট বাঁধছে। এই হাইপ্রোফাইল মাদক মামলায় নতুন পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের অন্যতম অপ্রাধী আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক…

Avatar

By

দিন যত যাচ্ছে এই মাদক চক্রের জট আরো জট বাঁধছে। এই হাইপ্রোফাইল মাদক মামলায় নতুন পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের অন্যতম অপ্রাধী আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। এবার তল্লাশি চালানো হল অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা নবাগত বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। অন্যনা যে খান পরিবারের ঘনিষ্ঠ তা সকলেরই জামা। তাই অনেকেই এনসিবির এই অভিযানের সঙ্গে আরিয়ানের মাদক মামলার সংযোগ রয়েছে খুঁজে পেয়েছেন। মাদক মামলায় তদন্তের জন্য তাঁকে জেরা করার কথাও বলা হয়েছে। উপস্থিত হতে বলা হয়েছে এনসিবি-র দফতরে।

বলি সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বলিউড সরগরম। এর মাঝে বৃহস্পতিবার মাদক চক্রে নাম জড়াল আরও এক স্টার কিডের। বুধবারই এনসিবি আরিয়ানের জামিনের শুনানিতে দাবি করেছিল, শাহরুখ পুত্র আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক দ্রব্য নিয়ে কথাবার্তার প্রমাণ পেয়েছেন তাঁরা। এরপরেই বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালানো। দুই ঘটনার ঢোর খুঁজে পাচ্ছেন অনেকেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন এনসিবি শুধু অনন্যার বাড়িতে তল্লাশি চালাননি পাশাপাশি এদিন শাহরুখের বিলাসবহুল বাসভবন মন্নতেও মাদক নিয়ে তল্লাশি চালায় এনসিবি। শুধু তল্লাশি নয় আজ দুপুর ২ টো নাগাদ এনসিবি অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন অভিনেত্রীকে। আরিয়ান খান ও অনন্যার কিছু হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতেই জেরা করা হবে অভিনেত্রীকে। উল্লেখ্য, চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা করণ জোহরের ধর্মা প্রোডাকশানের হাত ধরে পা রেখেছেন বলিউডে। ছবির নাম ছিল ‘ স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু ‘। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘ পাতি পত্নী অউর ও ‘ , ‘ খালি পেলি ‘‌ ইত্যাদি ছবিতে।

গত ২ রা অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। তারপর টানা জেরার পর ৩ অক্টোবর গ্রেফতার হন শাহরুখ পুত্র। এখনও পর্যন্ত আর্থার রোড সংশোধনাগারে‌ই রয়েছেন শাহরুখ তনয়। বৃহস্পতিবার সকালেই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। আর ঠিক তারপরেই এনসিবির একটি টিম হানা দেয় মন্নতে। এনসিবি অফিসারদের বক্তব্য , ‘ আরিয়ান খানের কোনো ব্যবহৃত গ্যাজেট মন্নতে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য ‘।

About Author