Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জনগণনার সময় ফর্ম থেকে পিতামাতার জন্মস্থান কলামটি মুছে ফেলার সিদ্ধান্ত নিল সরকার

উড়িষ্যার শাসকদল বিজু জনতা দল (বিজেডি) মঙ্গলবার জানিয়েছে, জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) গণনার সময় কোনও ব্যক্তির পিতামাতার জন্মস্থানের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়ার যে কলামটি আছে, রাজ্য সরকার তা মুছে ফেলবে।…

Avatar

উড়িষ্যার শাসকদল বিজু জনতা দল (বিজেডি) মঙ্গলবার জানিয়েছে, জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) গণনার সময় কোনও ব্যক্তির পিতামাতার জন্মস্থানের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়ার যে কলামটি আছে, রাজ্য সরকার তা মুছে ফেলবে।

এই বিষয়ে বিজেডি সাংসদ পিনাকী মিশ্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিজেডি সিএএ সমর্থন করে তবে এনআরসি-র পক্ষে নয় তা মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আমরা এনপিআর ফর্মের ১৩(২) কলামের আপত্তি জানাচ্ছি, যেখানে কোনও ব্যক্তির পিতামাতার জন্মের স্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। কেন্দ্র এই কলামটিকে বাধ্যতামূলক করেনি, এটিকে ঐচ্ছিক রেখেছিল। কিন্তু আমরা এই কলামটিকে সম্পূর্ণ রূপে তুলে দিচ্ছি। এই কলামটি উড়িষ্যায় থাকছে না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ধর্মঘটের প্রভাবে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, সমস্যায় সাধারণ মানুষ

পিনাকী মিশ্র আরও বলেন, এনপিআর ফর্ম থেকে ১৩(২) কলামটি মুছে ফেলার সিদ্ধান্তটি দলের সভাপতি ও মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সভাপতিত্বে বিজেডি সংসদীয় পার্টির বৈঠকে নেওয়া হয়েছে। পিনাকী মিশ্র বলেন যে, তারা জনগণনা চলাকালীন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর (ওবিসি) গণনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দেবেন যাতে দেশে ওবিসি-র সঠিক সংখ্যা জানা যায়। তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে ওবিসি গণনা করা হয়নি এবং তা করা হলেও এটি কখনও প্রকাশ করা হয়নি।

About Author