যদি আপনার বিবাহ হয়ে গিয়ে থাকে তাহলে ভারত সরকার দিচ্ছে আপনাকে বড় সুযোগ। এই মুহূর্তে ভারতে যারা বিবাহিত কাপল রয়েছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি দারুণ যোজনা যার মাধ্যমে আপনারা প্রতি মাসে ৭২ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন। এর জন্য আপনাকে প্রতিমাসে ২০০ টাকা করে জমা করতে হবে। মূলত মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যেই এই নতুন প্রকল্পের সূচনা করেছে ভারত সরকার। এই স্কিমটি মূলত ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত। চলুন জেনে নেওয়া যাক এর ব্যাপারে আরো বিস্তারিতভাবে।
এই প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হলে আপনার কাছে অবশ্যই কোন একটি ব্যাংক একাউন্ট অথবা প্রধানমন্ত্রী জন ধন যোজনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তার পাশাপাশি এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে। যদি কোন ব্যক্তির বয়স ৩০ বছর হয়ে যায় এবং তিনি বিবাহিত থাকেন তাহলে প্রতি মাসে ১০০ টাকা জমা করে অর্থাৎ প্রতিবছরে ১,২০০ টাকা জমা করে তিনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। সে ব্যক্তি বয়স যখন ৬০ বছর হবে তখন আপনার কাছে সর্বমোট ৩৬ হাজার টাকা হয়ে যাবে। এই টাকার নিরিখে আপনাকে প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। আর যদি সেই ব্যক্তির মৃত্যু হয় এবং তার স্ত্রী জীবিত থাকেন তাহলে তার স্ত্রী প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেনশন পেতে থাকবেন। তারপর দুজনের মৃত্যুর পরেই এই পুরো টাকা নমিনির কাছে চলে যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে যদি স্বামী এবং স্ত্রী দুজনে এই প্রকল্প একসাথে শুরু করেন, তাহলে দুজন একসাথে ছয় হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন। প্রতিমাসে যদি ছয় হাজার টাকা করে পেনশন পাওয়া যায় তাহলে ৭২ হাজার টাকা পর্যন্ত প্রতিবছরে তারা পেতে পারবেন। আপনার ভবিষৎ সুরক্ষিত করার জন্যই ভারত সরকারের তরফ থেকে এই বিশেষ প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ভারতের জনতার মাঝে এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।