Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pension Scheme: মাসে ঠিক কত টাকা জমালে ১ লাখ পেনশন আসতে পারে? হিসেব বুঝে নিন

অবসর জীবনে পেনশন এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বেশ কিছু এমন প্রকল্পের খোজ, যা আপনাকে দুর্দান্ত লাভ দিতে পারে…

Avatar

অবসর জীবনে পেনশন এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বেশ কিছু এমন প্রকল্পের খোজ, যা আপনাকে দুর্দান্ত লাভ দিতে পারে এবং তার সাথেই আপনাকে অনেক বেশি পেনশন দিতে পারে। ন্যাশনাল পেনশন সিস্টেম হলো এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে আপনি দীর্ঘ মেয়াদে প্রচুর টাকা পেনশন পেতে পারবেন। শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয় বেসরকারি কর্মচারীদের একই সাথে প্রচুর টাকা পেনশন দিয়ে থাকে এই প্রকল্প। মেয়াদ শেষে আপনি বিনিয়োগের একটা মোটা টাকা তুলতে পারবেন এবং তারপর বাকিটা আপনি পেনশন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ন্যাশনাল পেনশন সিস্টেম হল এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে আপনি ৬০ বছর বয়সের পরে একটা নির্দিষ্ট হারে পেনশন পেতে পারবেন। আপনি আগে যত টাকা বিনিয়োগ করেছিলেন, হিসেবে আপনার পেনশনের অ্যামাউন্ট নির্ধারণ করা হবে। সেটা কত? ঠিকঠাক বিনিয়োগ করলে এনপিএস থেকে প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।

কীভাবে মাসে ১ লাখ টাকা পেনশন:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উদাহরণস্বরূপ, মনে করুন একজন বিনিয়োগকারী ৪০ বছর বয়সে এই প্রকল্পে যোগ দিলেন এবং তিনি কুড়ি বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করলেন। এক লক্ষ টাকা মাসির পেনশনের জন্য, আপনাকে প্রতিমাসে ৬৬ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১.৫৮ কোটি টাকা এবং বার্ষিক দশ শতাংশ রিটার্ন ধরলে, ৩.৪৬ কোটি টাকা আপনি পেয়ে যাবেন মেয়াদ পূর্তির সময়। কুড়ি বছর পর, এনপিএস ফান্ডের পরিমাণ দাঁড়াবে ৫.০৫ কোটি টাকা।

মেয়াদ শেষ হয়ে গেলে আপনি এই টাকার ৬০ শতাংশ তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনি ৩.০৩ কোটি টাকা একসাথে তুলতে পারবেন। অর্থাৎ আপনার কাছে বাকি পড়ে থাকবে ২.০২ কোটি টাকা। এই টাকা থেকে ৬ শতাংশ বার্ষিক সুদ যদি আপনি পেয়ে যান, তাহলে ১.০১ লক্ষ টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন।

এনপিএসে বেশ কিছু সুবিধা আছে। যে কোনও সময় বিনিয়োগ শুরু করা যায়। চাইলে বিনিয়োগের পরিমাণ পরিবর্তনও করতে পারেন বিনিয়োগকারীরা। অন্যান্য স্কিমের তুলনায় এনপিএসে রিটার্নও অনেক বেশি। এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা বার্ষিক ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ পেয়েছেন। ধারা ৮০সিসিডি(১), ৮০সিসিডি(২) এবং ৮০সিসিডি(১বি)-র আওতায় বার্ষিক ২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়।

About Author