Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনলক ৩.০-তে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জানুন

আনলক ২.০ শেষ হচ্ছে ৩১ জুলাই। আর ১ আগস্ট থেকে শুরু হবে আনলক ৩.০। এই তৃতীয় ধাপের আনলক পর্বের জন্য বুধবার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকাতে বেশ…

Avatar

আনলক ২.০ শেষ হচ্ছে ৩১ জুলাই। আর ১ আগস্ট থেকে শুরু হবে আনলক ৩.০। এই তৃতীয় ধাপের আনলক পর্বের জন্য বুধবার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকাতে বেশ কিছু গাইডলাইনস দিয়েছে। সেগুলি হল-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) নতুন নির্দেশিকা অনুযায়ী নাইট কারফিউ প্রত্যাহার করে দেওয়া হয়েছে। এখন থেকে রাতের বেলা সাধারণ মানুষের চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা জারি থাকছে না।

২) ৫ আগস্ট থেকে যোগব্যায়াম কেন্দ্র এবং জিমগুলিকে খোলার অনুমতি দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি আছে, সেটা মেনে চলতে হবে।

৩) সংক্রামিত অঞ্চলগুলিতে রাজ্যসরকারগুলি যে নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলি মেনে চলতে হবে।

৪) এছাড়া বন্দে ভারত মিশনের আওতায় সীমিত পদ্ধতিতে যাত্রীদের আন্তর্জাতিক বিমান ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

কি কি বন্ধ থাকবে? জেনে নিন- 

মেট্রো রেল, সুইমিং পুল, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি, বার বন্ধ থাকবে।

রাজনৈতিক, সামাজিক, খেলাধুলো, সাংস্কৃতিক, শিক্ষাকেন্দ্রিক, ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকায় বলা হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনে কোনো বিরাট জমায়েত করা যাবে না। প্রযুক্তির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

About Author