Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘণ্টায় গতিবেগ ২০০০ কিমির বেশি, দিনে ৫ বার অপারেশন করতে সক্ষম রাফাল

ভারতের মাটিতে স্পর্শ করেছে যুদ্ধবিমান রাফাল। বুধবার পাঁচটি বিমান ভারতের মাটি ছোঁয়। ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে বুধবার বিকেল নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে ওই পাঁচটি রাফাল জেট বিমান।…

Avatar

ভারতের মাটিতে স্পর্শ করেছে যুদ্ধবিমান রাফাল। বুধবার পাঁচটি বিমান ভারতের মাটি ছোঁয়। ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে বুধবার বিকেল নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে ওই পাঁচটি রাফাল জেট বিমান। চারিদিক কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সোমবার ফ্রান্স থেকে পাঁচটি রাফাল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা।এই বিমানগুলির গতিবেগ ঘন্টায় ২,২২২ কিমি। দিনে ৫ বার অপারেশনে যেতে পারে ফরাসি যুদ্ধবিমান রাফাল। এই পাঁচটি যুদ্ধবিমানের মধ্যে তিনটি এক আসন ও দুটি দুই আসনবিশিষ্ট। এই জেটগুলি অবতরণের আগে এয়ারবেস সহ আশেপাশের এলাকাতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ছবি তোলা বা ভিডিও তোলাও নিষেধ করা হয়েছে। এয়ারবেসের আশেপাশের গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি বায়ুসেনা ঘাঁটির তিন কিলোমিটারের মধ্যে ব্যক্তিগত ড্রোন ওড়ানোতে ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিমান মাটি স্পর্শ করার পর রাজনাথ সিং টুইট করে লেখেন, “এবার এই বিমান ভারতীয় বায়ুসেনার জন্য বিপ্লব এনে দেবে”।তিনি আরও বলেন, ” ভারতের পাশ্ববর্তী যে দেশগুলি হামলা করতে চায় তাঁরা এবার উদ্বিগ্ন হয়ে পড়বে”। করোনা মহামারির মাঝে ভারতকে এই বিমান দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে ফ্রান্স সরকার, ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সের সঙ্গে সরকারি চুক্তির মাধ্যমে বিমানগুলি কেনা সম্ভবপর হয়েছে। এরজন্য তাঁকে ধন্যবাদ জানাই”।
About Author