Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে স্বাস্থ্যবিধি মেনে খুলে গেল ন্যাশনাল লাইব্রেরি

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দেশ জুড়ে যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, সুইমিং পুল, শপিং মলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল ন্যাশনাল লাইব্রেরির দরজা। ধীরে…

Avatar

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দেশ জুড়ে যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, সুইমিং পুল, শপিং মলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল ন্যাশনাল লাইব্রেরির দরজা। ধীরে ধীরে আনলক পর্বে শপিং মল, সিনেমা হল ইত্যাদি খুলে গেলেও এখনও পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিও বন্ধ ছিল। কিন্তু আজ, মঙ্গলবার থেকে বইপ্রেমীদের জন্য পুনরায় খুলে দেওয়া হল ন্যাশনাল লাইব্রেরির দরজা।

তবে জাতীয় গ্রন্থাগারে প্রবেশের ক্ষেত্রে এবার বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বইপ্রেমীদের। ন্যাশনাল লাইব্রেরি আজ খোলা হলেও গত এক সপ্তাহ ধরে তা পরিষ্কার করার কাজ চলছিল। আর খোলার পরিকল্পনা তারও আগে স্থির করা হয়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে ন্যাশনাল লাইব্রেরির প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার পর আজ থেকে খুলে দেওয়া হল এই জাতীয় গ্রন্থাগার। তবে যারা বই পড়তে বা বই নিতে আসবে, তাদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বইপ্রেমীদের জন্য মাস্ক পড়ে আসা বাধ্যতামূলক। ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি যেখান থেকে বই নেওয়া হবে, সেখানেও শুদ্ধিকরণের ব্যবস্থা করা হয়েছে। সোম থেকে শুক্র ন্যাশনাল লাইব্রেরি খোলা থাকলেও আপাতত আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা বইপ্রেমীরা সপ্তাহে দুদিন ন্যাশনাল লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। তবে তাতেই খুশি বইপ্রেমী মানুষজন। দীর্ঘ সাত-আট মাস করোনা পরিস্থিতির কারণে জাতীয় গ্রন্থাগারমুখী হতে পারেনি তারা। তাই তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা সুখবর।

About Author