কলকাতা

রবীন্দ্রসরোবরে ছটপুজোর আবেদন খারিজ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের

Advertisement
Advertisement

কলকাতা: রবীন্দ্রসরোবরে ছটপুজো করতে দেওয়ার আবেদন খারিজ। ছটপুজোর করতে দেওয়ার জন্য কেএমডিএর আবেদন খারিজ করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কিছুদিন আগেই কেএমডিএ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে আবেদন করে। কেএমডিএ এর তরফে ছটপুজো পুরো বন্ধ না করে শর্ত সাপেক্ষে করতে দেওয়ার আবেদন করা হয়েছিলো। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।

Advertisement
Advertisement

২০১৭ সালে শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছটপুজোর শেষবারের অনুমতি দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।কিন্তু তাতেও কোন লাভ হয়নি সব ভুলে আবার ২০১৮ সালেও ছটপুজো করা হয়। আর বারবার লেকের জলে পুজোর ফুল, ধুপ অন্যান্য সামগ্রী মেশার ফলে জলের দূষণও আগের থেকে বেড়ে গেছে।

Advertisement

গত বছরও  তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢোকে পূণ্যার্থীরা। তাতে আবারও লেকের জল দূষিত হয়, তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button