রশ্মিকা মন্দানার পরিচয়
২০১৭ সালে, রশ্মিকা তেলুগু চলচ্চিত্র ‘গীতা গোবিন্দ’ দিয়ে তার তেলুগু অভিষেক করেন। ছবিটি ব্লকবাস্টার হয়ে ওঠে এবং রশ্মিকাকে তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তিনি ‘দেবদাস’ এবং ‘পুষ্প: দ্য রাইজ’ এর মতো আরও বেশ কিছু সফল তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২১ সালে, রশ্মিকা তামিল চলচ্চিত্র ‘সুলতান’ দিয়ে তার তামিল অভিষেক করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল এবং রশ্মিকাকে দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আরও শক্তিশালী করে তুলেছিল। আবার বলিউডেও পা দিয়েছেন এই অভিনেত্রী। পাশাপশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে রশ্মিকার। তাই তাঁর কোনো ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা।রশ্মিকা মন্দানার ভাইরাল ভিডিওর বিবরণ
সম্প্রতি এই অভিনেত্রীর একটি ইভেন্টের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। জানা গেছে গত ২৫ জুলাই কেরালার কোল্লামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মিকা ও সুপারস্টার বিজয়। সবুজ শাড়িতে অভিনেত্রীকে ব্যাপক সুন্দরী লাগছিল। ইভেন্ট চলাকালীন হটাৎ বেজে ওঠে ‘ভারিসু‘ সিনেমার ‘রঞ্জিতমে‘ গানটি। আর তা শুনেই বিজয়ের সাথে নাচতে শুরু করেন তিনি। শুটিং শেষ হওয়ার প্রায় ১৮ মাস পরেও গানের প্রত্যেকটি স্টেপ নিখুঁতভাবে করেন অভিনেত্রী। তাঁর এই নাচ দেখে উত্তেজিত হয়ে যান উপস্থিত জনতা। এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।Our #Ranjithame – @iamRashmika ♥️ #RashmikaMandanna
pic.twitter.com/Rdokt9gqVc— Rashmika Trends (@RashmikaTrends) July 25, 2024