Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চাঁদে এবার মোবাইল নেটওয়ার্ক স্থাপন করবে NASA

নিউইয়র্ক: যদি কখনও পৃথিবীতে আর থাকতে ইচ্ছে না করে, না না মরে যাওয়ার কথা বলছি না। বলছি বেঁচে থেকে যদি পৃথিবীতে কখনও থাকতে ইচ্ছে না করে, যদি মনে হয় পৃথিবীর…

Avatar

নিউইয়র্ক: যদি কখনও পৃথিবীতে আর থাকতে ইচ্ছে না করে, না না মরে যাওয়ার কথা বলছি না। বলছি বেঁচে থেকে যদি পৃথিবীতে কখনও থাকতে ইচ্ছে না করে, যদি মনে হয় পৃথিবীর বাইরে অন্য কোথাও গিয়ে বাঁচবেন, তাহলে আপনার নতুন ঠিকানা হতে পারে চাঁদ। কিন্তু চাঁদে পৃথিবীর মতো সমস্তরকম সুবিধা কি মিলবে? অন্ততপক্ষে আজকের দৈনন্দিন জীবনে যেভাবে আমরা টেকনোলজি ওরিয়েন্টেড জীবনযাপন পালন করছি, তাতে নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন এগুলো চাঁদে মিলবে তো? যাতে মিলতে পারে সেই ব্যবস্থা এবার করতে চলেছে নাসা। এবার চাঁদে ফোরজি কানেক্টিভিটি স্থাপন করতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

জানা গিয়েছে, নোকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের সঙ্গে হাতে হাত মিলিয়ে চাঁদে ফোরজি এলটিই কানেক্টিভিটি পৌঁছে দিতে চলেছে। তবে এর জন্য মোট খরচ পড়বে 370 মিলিয়ন মার্কিন ডলার। তবে চাঁদে ফোরজি নেটওয়ার্ক পাতার জন্য নোকিয়া কোম্পানিকে নাসা নিজের পকেট থেকে 14.1 মিলিয়ন ডলার দেবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ বিষয়ে বেল ল্যাবসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘নাসা আমাদের ওপর চাঁদের ফোরজি নেটওয়ার্ক পাতার কাজের জন্য ভরসা করেছে। আমরাই প্রথম যারা চাঁদে ভূপৃষ্ঠে ফোরজি নেটওয়ার্ক পাততে চলেছি। এই কাজ শেষ হলেই ভাবনা হবে ফাইভজি নিয়ে।’

নাসার তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, চাঁদে সেলুলার কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার অর্থ মহাকাশচারীদের কাছে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করে। ফলে ভবিষ্যতে চাঁদে মানুষ থাকার সবরকম ব্যবস্থাই নাসার পক্ষ থেকে করা হচ্ছে। যার মধ্যে প্রধান ব্যবস্থা হল নেটওয়ার্ক স্থাপন। তবে এই নেটওয়ার্ক পাতার কাজ কবে সম্পূর্ণ হবে এবং কবে ফোরজি কানেক্টিভিটি চাঁদে চালু হবে, সেই বিষয়ে সবিস্তারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, এমনটা বলাই যায়।

About Author