টেক বার্তা

আর মাত্র চার দিন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, সতর্ক করলো নাসা

Advertisement
Advertisement

আর চার দিন বাদেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে নাসার তরফে। নাসার তরফে জানানো হয়েছে, আগামী ২৪শে জুলাই এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। বিজ্ঞানীরা নতুন এই গ্রহাণুর নাম দিয়েছেন Asteroid 2020ND. নাসা আরও জানাচ্ছে, পৃথিবী থেকে মাত্র ০.০৩৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে পৌঁছে যাবে এই গ্রহাণু, যেখানে ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো ১৫০ মিলিয়ন কিলোমিটার।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, গত কয়েকমাসে নানা মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে পৃথিবীবাসী। কয়েকদিন আগেই সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সম্প্রতি এক ধূমকেতুও দেখা যাচ্ছে রাতের আকাশে। এবার সব কিছুর পর পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক গ্রহাণু। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর আকার লন্ডন আই এর থেকেও অনেকটা বড়। প্রসঙ্গত, লন্ডনের বিখ্যাত লন্ডন আই এর উচ্চতা ৪৪৩ ফুট। বিজ্ঞানীদের ধারণা যদি সত্যি হয় তবে এই গ্রহাণুর দৈর্ঘ্য লন্ডন আইয়ের থেকেও ৫০ শতাংশ বেশি।

Advertisement

এর আগে গত ৫ই জুন আর একটি গ্রহাণু গিয়েছিল পৃথিবীর গা ঘেঁষে। Asteroid, 2020 KN5 নামে এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৬১ লক্ষ কিলোমিটার দূরে থেকে সেকেন্ডে ১২.৬৬ কিলোমিটার বেগে বেরিয়ে যায়। বিশাল এই গ্রহাণু পৃথিবীতে কোনো আঘাত করেনি। এটি ছাড়াও ওই একই সময়ে আরও কয়েকটি গ্রহাণু কয়েক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায়।

Advertisement
Advertisement

গ্রহাণু সৃষ্টি হয় কোনো গ্রহ তৈরি হওয়ার সময়। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণু গুলিও কোনো না কোনো গ্রহ তৈরি হওয়ার সময়েই তৈরি হয়েছিল। বৃহস্পতি, শনি বা পৃথিবী এমন কোনো গ্রহ তৈরি হওয়ার সময় তৈরি হয় এই গ্রহাণু গুলি এবং সেগুলি মহাকাশে কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে, অন্যান্য গ্রহ গুলির মতোই।

Advertisement

Related Articles

Back to top button