Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন গ্রহের সন্ধান পেল নাসা, পৃথিবীর সামনে তুলে ধরল সেই ছবি, দেখুন

সৌরজগতের বাইরের দেশ কেমন তার এক অপূর্ব ছবি তুলে ধরে আনলো নাসার টেলিস্কোপ। মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি নিজেদের টুইটারে টুইট করে জানিয়েছে যে নতুন একটি সৌরজগত রয়েছে, যার সন্ধান…

Avatar

সৌরজগতের বাইরের দেশ কেমন তার এক অপূর্ব ছবি তুলে ধরে আনলো নাসার টেলিস্কোপ। মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি নিজেদের টুইটারে টুইট করে জানিয়েছে যে নতুন একটি সৌরজগত রয়েছে, যার সন্ধান তারা পেয়েছেন। শেয়ার করা হয়েছে সেই সৌরজগতের ছবিও। তার নাম NGC 2336।

সোমবার এই অপূর্ব ছবি তুলে ধরেছে নাসা। ১৮৭৬ সালে জার্মানি মহাকাশচারী উইহেলম টেমপেল এই নীল সৌরজগতের ছবি রুলে ধরেন পৃথিবীর সামনে। এই গ্যালাক্সির দূরত্ব ১০ কোটি আলোকবর্ষ। এই সৌরজগতের ছবি তুলে ধরা হয় পৃথিবীর সামনে। পৃথিবী থেকে এই গ্যালাক্সির দূরত্ব ১০ কোটি আলোকবর্ষ। এই সৌরজগতের যে যে ছবি নাসা প্রকাশ করেছে, তাতে অদ্ভুত এক নীল আলো ছড়িয়ে রয়েছে গ্যালাক্সি জুড়ে। এতেই আরও এক মোহময় ছবি পেয়েছে পৃথিবী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

NGC ২৩৩৬ এর ‘অতিকায়, সুন্দর’ নীল ছবিই নয়, সেই সাথে ছায়াপথটি সম্পর্কে দারুণ তথ্যও উঠে এসেছে। নাসা জানিয়েছে, ছায়াপথটির বাহুতে রয়েছে নবীন নক্ষত্ররা। সেই কারণেই ঐ উজ্জ্বল নীল রঙ দেখা গিয়েছে। নাসা হতে প্রকাশ করা ছবিতে জিলিপির মত আকৃতির NGC 2336 কে দেখা গিয়েছে। কিছু দিন আগেই বিজ্ঞানীরা একটি নতুন গ্রহেরও সন্ধান পেয়েছেন।

About Author
news-solid আরও পড়ুন