ভারতে করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে যে, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের আকাল দেখা দেবে। আর এই গুজবে বিশ্বাস করে দেশের মানুষ অত্যাবশ্যক সামগ্রী মজুত করতে শুরু করেছে। গতকাল দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন যে, দেশে খাবারের কোনো আকাল হবেনা। তিনি সকল দেশবাসীকে অনুরোধ করেছেন কেউ যেন গুজবে কান না দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান পরিস্থিতিতে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবেনা। তাই কারও অত্যাবশ্যক জিনিস কিনে রাখার কোনো দরকার নেই।’ সরকার বাজারে অত্যাবশ্যক সামগ্রী যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে কোনোরকম গুজবে কান দেওয়ার অনুরোধ জানান তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে’, মোদীকে বললেন মমতা
ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত দেশে ২০০ জনের উপর আক্রান্তের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত দেশে পাঁচজন মারা গেছে মারণ এই ভাইরাসে। বিভিন্ন রাজ্যে জারি হচ্ছে একাধিক নিষেধাজ্ঞা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজবের ফলে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য মজুত করা শুরু করেছে।
প্রধানমন্ত্রী আজ সকলকে আতঙ্কিত হতে বারণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ে একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এই টাস্ক ফোর্স দেশের সবকটি অংশের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।’ দেশের সকল মানুষ একত্রে মিলে এই ভাইরাসকে রুখে দেওয়া যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।