দেশনিউজ

নতুন শিক্ষানীতি নিয়ে কি বললেন মোদি জানুন বিস্তারিত

×
Advertisement

নয়াদিল্লি: ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে, তাই কেন্দ্রের নতুন শিক্ষা নীতি অনুযায়ী স্কুল ছাত্রদের পাঠ্যক্রম ২০২২ সালের মধ্যে শুরু করে দেওয়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নয়া শিক্ষানীতিতে সিলেবাস কমিয়ে মার্কশিটের ভূমিকা তুলে দেওয়ার কথাও বলেন মোদিজি৷ বলা হয়েছে ছাত্র ছাত্রীরা মজার ছলে পূর্ণ অভিজ্ঞতায় শিক্ষাগ্রহণ করবে৷

Advertisements
Advertisement

প্রধানমন্ত্রীর কথায়, “মার্কশিট ক্রমেই প্রেসারশিটে পরিণত হয়েছে এবং পরিবারের কাছে প্রেস্টিজ শিটে পরিণত হয়েছে৷ নয়া শিক্ষানীতিতে মার্কশিট ব্যবস্থা তুলে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে”।

Advertisements

আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আয়োজিত ‘স্কুল এডুকেশন কনক্লেভ’ নরেন্দ্র মোদি জানান, “নতুন শিক্ষানীতি হবে বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক৷ পড়ুয়াদের স্কিল, চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা, কমিউনিকেশন ও জানার ইচ্ছে বাড়াবে৷ এই নিয়ে MyGov পোর্টালে শীঘ্রই বিস্তারিত তথ্যাদিও আপলোড করা হবে৷

Advertisements
Advertisement

এর আগেও নয়া কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে মত প্রকাশ করেন। তিনি আগেও জানিয়েছেন, “মার্কশিট কখনওই কোনও ছাত্রের শিক্ষার পূর্ণাঙ্গ মূল্যায়ণ হতে পারে না। মার্কশিট আদতে শিক্ষার বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতিতে মার্কশিট সর্বস্ব শিক্ষাব্যবস্থার বদল ঘটিয়ে সার্বিক শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।” তিনি আরো বলেন আমরা ভারতকে জ্ঞান অর্থনীতি পরিণত করার কাজ করছি৷ আমরা সবাই চেষ্টা করলে তবেই এটা সম্ভব।

Related Articles

Back to top button