অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে বসে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। মা সোনিয়া গান্ধীর মেডিকেল চেকআপের কারণে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দিয়ে রাহুল টুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।राष्ट्रसेवा और गरीब कल्याण के प्रति समर्पित देश के सर्वप्रिय नेता प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की शुभकामनाएं।
— Amit Shah (@AmitShah) September 17, 2020
मोदी जी के रूप में देश को एक ऐसा नेतृत्व मिला है जिसने लोक-कल्याणकारी नीतियों से वंचित वर्ग को विकास की मुख्यधारा से जोड़ा और एक मजबूत भारत की नींव रखी।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার জন্য তার নিজের রাজ্যে অর্থাৎ গুজরাটে 70 হাজার চারাগাছ লাগানো হবে। গুজরাটের সুরাট পুরসভা, বেশকিছু সংগঠন ও বাণিজ্য গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে গতকাল, বুধবার মধ্যপ্রদেশে পালন হয়েছে ‘অন্ন উৎসব’। শিবরাজ চৌহানের সরকারের তৎপরতায় এই ‘অন্ন উৎসব’-এ উপকৃত হয়েছে বিপিএলের নিচে থাকা প্রায় ৩৭ লক্ষ নতুন উপভোক্তা। তাদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।Wishing PM Narendra Modi ji a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2020