Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ৭ মার্চ বাংলা জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চরমে প্রস্তুতি

আগামী ৭ মার্চ তারিখের ব্রিগেডের জনসভা করতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে বিজেপির যে পরিবর্তন রথযাত্রার হচ্ছে সেই দিন ওই রথযাত্রা শেষ হবে। রাজ্য বিজেপি সূত্রে জানা…

Avatar

আগামী ৭ মার্চ তারিখের ব্রিগেডের জনসভা করতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে বিজেপির যে পরিবর্তন রথযাত্রার হচ্ছে সেই দিন ওই রথযাত্রা শেষ হবে। রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, পরিবর্তন রথ যাত্রার শেষ দিন বেশ বড়সড় কিছু একটা করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য বিজেপি। একেবারে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সময় পাওয়া গিয়েছে আগামী ৭ মার্চ তারিখে। তাই মনে করা হচ্ছে ওই দিনকে ব্রিগেডের জনসভা করবে নরেন্দ্র মোদি। খবর অনুযায়ী, মার্চ মাসের শুরুর দিকে রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। ফলে ব্রিগেডের সভা থেকে রাজ্য নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী এমনটাই মনে করা হচ্ছে।

তবে ব্রিগেডের ওই সবার আগে চলতি মাসে আরো দু’বার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ফেব্রুয়ারি তারিখে হুগলি চুঁচুড়ায় জনসভা করবে নরেন্দ্র মোদি। তারপরে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি আসবেন ২৮ মার্চ তারিখে রাজ্যে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে মনে করা হচ্ছে আগামী ২৮ মার্চ তিনি রাজ্যের জন্য বেশকিছু বড়োসড়ো ঘোষণা নিয়ে রাজ্যে আসতে চলেছেন। রাজ্যে নির্বাচন পারদ ইতিমধ্যেই বেশ অনেকটা চড়ে গিয়েছে। তাই এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে আগমন কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পাশাপাশি যদি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বাংলায় আসেন তাহলে রাজ্য বিজেপির কর্মীরা অতিরিক্ত অক্সিজেন পেতে চলেছেন ভোটের আগে। তাই রাজ্য বিজেপি তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে ফুলপ্রুফ প্ল্যান তৈরি করা হচ্ছে।

About Author