ভাইরাল & ভিডিও

প্রেমিকের সঙ্গে বিছানায় শুয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন নন্দিনী দিদি, ভাইরাল ভিডিও

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে না হতেই একেবারে হৈচৈ পড়ে গিয়েছে

×
Advertisement

অফিস পাড়ায় তিনি একেবারে পরিচিত মানুষ। তার হোটেলে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। তিনি হলেন নন্দিনী গঙ্গোপাধ্যায়। কলকাতার অফিসপাড়া ডালহাউসিতে একটি ভাতের হোটেল চালান তিনি। তার হোটেলে শুধুমাত্র অফিস পাড়ার কর্মচারীরা নন, ভিড় করেন প্রচুর ইউটিউবার। সেই নন্দিনী আবার বিয়ে করছেন বলে খবরে শোনা যাচ্ছে। এদিকে সিনেমা করছেন বলেও জানা যাচ্ছে। অর্থাৎ সবমিলিয়ে তিনি রয়েছেন এই মুহূর্তে সংবাদের শিরোনামে। তবে এবারে কিন্তু শুধুমাত্র সিনেমার খবর কিংবা হোটেলের খবরের জন্য নয়, এবারে নন্দিনী জনপ্রিয় হয়ে উঠলেন একটা অন্য কারণে।

Advertisements
Advertisement

অনেকদিন আগেই জানা গিয়েছিল নন্দিনী নাকি বিয়ে করছেন। আর এবারে হবু বর তথা প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নন্দিনী দিদি। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিছানায় শুয়ে রয়েছেন তার হবু বরের সঙ্গে। সেখানে তার সঙ্গে খুনসুটিতে মগ্ন নন্দিনী। জানা যাচ্ছে এদিন তার প্রেমিকের জন্মদিন ছিল। সেই কারণে বার্থডেতে উইশ হিসেবে তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

Advertisements

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতে না আসতেই একেবারে হৈচৈ ফেলে দিয়েছে। অনেকেই এই ভিডিওতে করেছেন কমেন্ট। হাজার হাজার মানুষ দিয়েছেন এই ভিডিওতে লাইক। তবে তার মাঝে উঠে এসেছে আরও একটা নতুন বিতর্ক। কিছুদিন আগে জানা গিয়েছিল ডালহৌসিতে তার দোকান বন্ধ হয়ে গেলেও তিনি নতুন শাখা নিয়ে উত্তর কলকাতায় ফিরছেন। এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। নন্দিনী বলেছেন, “যেটা রটেছে সেটা একেবারেই না। এই লড়াইটা কিন্তু খুব একটা কম সময়ের লড়াই নয়। দীর্ঘ চার বছর ধরে আমি এই লড়াইটা করেছি। তাই কেউ যদি এসে আমাকে বলে যে হুট করে চলে যাও, সেটা আমি করতে পারিনা। এটা আমার স্থায়ী ঠিকানা নয় ঠিকই, কিন্তু আমি এই জায়গাটা ভাড়া নিয়ে কাজ করি। তাই কেউ হঠাৎ করে আমাকে কিন্তু চলে যেতে বলতে পারেনা।”

Advertisements
Advertisement

অন্যদিকে নতুন দোকান প্রসঙ্গে নন্দিনী বলছেন, আগে হলে আমি হয়তো চাকরি জীবনে চলে যেতাম। কিন্তু, এখন আর আমি চাকরি জীবনে ফিরতে পারবো না। তাই এখন আমি একটা নতুন দোকান খুলবো ভাবছি। আর দোকান খুললে আমি কোন নতুন রেস্টুরেন্ট খুলবো না, খুলবো কিন্তু পাইস হোটেল, যেটা এতদিন ধরে আমার পরিবারের ব্যবসা ছিল। আপাতত যেটা জানা যাচ্ছে, একটি নয় বরং দুটি নতুন দোকান খুলতে চলেছে নন্দিনীদি। এর মধ্যে একটি হবে উত্তর কলকাতায় এবং অপরটি হবে নিউ টাউনে।

Related Articles

Back to top button