Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেসারি লাল নতুন গান ‘কামার কে কামাই’-তে নম্রতা মাল্লার সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, দেখুন

নম্রতা মল্লা জেনিথ (Namrita Malla Zenith) গত কয়েক বছর ধরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে সুপারহিট মিউজিক ভিডিও ও কয়েকটি ফিল্ম। অভিনেত্রী হওয়ার পাশাপাশি নম্রতা একজন…

Avatar

নম্রতা মল্লা জেনিথ (Namrita Malla Zenith) গত কয়েক বছর ধরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে সুপারহিট মিউজিক ভিডিও ও কয়েকটি ফিল্ম। অভিনেত্রী হওয়ার পাশাপাশি নম্রতা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্রশিক্ষিত বেলি ডান্সার। বর্তমান ভোজপুরি নায়িকাদের মধ্যে নম্রতাই একমাত্র অভিনেত্রী যিনি বেলি ডান্সে পারদর্শী। কয়েক বছর আগে খেসারিলাল যাদব ( Kheshari lal Yadav)-এর বিপরীতে ‘পারো’ নামে একটি মিউজিক ভিডিওয় অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন নম্রতা। গত 13 ই জানুয়ারি খেসারিলালের নতুন মিউজিক ভিডিও ‘কমর সে কামাই’ লঞ্চ হয়েছে ‘অন্নপূর্ণা ফিল্মস’ নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই মিউজিক ভিডিওয় আবারও খেসারিলালের বিপরীতে নজর কেড়েছেন নম্রতা।

‘কমর সে কামাই’ মিউজিক ভিডিওয় শুধু অভিনয় নয়, গানও গেয়েছেন খেসারিলাল। তাঁর সাথে মহিলা কন্ঠে সঙ্গত করেছেন শিল্পী রাজ (Shilpi Raj)। মিউজিক ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন রোশন সিং (Raushan Singh)। গানটির কথা লিখেছেন অখিলেশ কাশ‍্যপ (Akhilesh Kashyap)। এখনও অবধি মিউজিক ভিডিওটির ভিউ অতিক্রম করেছে প্রায় সাড়ে উনিশ লক্ষ। ভিডিওর শুরুতে খেসারিলালকে দেখা যায় হাতে লেজার গান নিয়ে হাওয়ায় ভেসে নামতে। তাঁর পরনে রয়েছে সাদা রঙের টি-শার্ট ও কালো ট্রাউজার। চোখ আবৃত কালো রঙের সানগ্লাসে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অদূরেই দেহের ভঙ্গিমায় নাচের শৈলী ফুটিয়ে তুলছেন নম্রতা। একসময় খেসারিলালের কাছে এসে নাচতে শুরু করেন তিনি। নম্রতার পরনে রয়েছে কমলা রঙের সিকুইনড লেহেঙ্গা-চোলি। ভিডিওয় বেলি ডান্সের ঝলক প্রদর্শন করেছেন নম্রতা। বদলে যায় খেসারিলালের পোশাক। কালো ট্রাউজারের সাথে সাদা টি-শার্টের পরিবর্তে দেখা যায় ফ্রন্ট ওপেন কালো ফুলস্লিভ জ্যাকেট। প্রকৃতপক্ষে, নায়ক-নায়িকার বিশেষত্বকে হাতিয়ার করা হয়েছে এই মিউজিক ভিডিওয়। একদিকে নম্রতার বিশেষত্ব বেলি ডান্স, অপরদিকে খেসারিলাল ওয়ার্কআউট ও বডি বিল্ডিং-এর জন্য ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত।

খেসারিলাল তাঁর হিভেজ শো-অফ করেছেন ফ্রন্ট ওপেন জ্যাকেটের মাধ্যমে। গানের সুরে নম্রতা বলেন, তাঁকে সকলে নায়িকা বলে মনে করে। তাঁর রূপে মুগ্ধ খেসারিলাল বলেন, নম্রতার কোমরের ঠুমকার মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হয়ে গিয়েছেন তাঁরা। মিউজিক ভিডিওতে ব্যবহার হয়েছে এরিয়াল ডান্সের ঝলক। শেষ অবধি নম্রতা খেসারিলালকে কাছে টেনে নিয়ে তাঁর জন্য তাজমহল বানিয়ে দিতে বলেন। খেসারিলাল বলেন, নম্রতা নিজেই তাঁর মাথার তাজ অর্থাৎ মুকুট।

About Author