Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Namrata Malla: হলুদ ড্রেসে ভোজপুরি অভিনেত্রী, নায়িকার চেহারা দেখে ঘায়েল অগণিত ভক্তরা

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও।…

Avatar

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি একটি হিট, জনপ্রিয় ট্রেন্ডিং গানের সাথেই দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত কাজের ফাঁকেই বানিয়েছেন নম্রতা। একটি ইংরেজি গানের সাথে হলুদ রঙের স্লিভলেস, ডিপ নেক লাইন কাটিং শর্ট ড্রেসে দেখা মিলেছে তার। খোলা চুলে অভিনেত্রীর পরিচিত হাসি ছিল ঠোঁটে। হালকা মেকাপে কানে বড় সিলভার রিং পরেছিলেন নম্রতা। দুর্দান্ত আই মেকাপের পাশাপাশি গলায় ছিল একটি মানানসই খয়রি রঙের হার। সম্প্রতি নম্রতার এই ভিডিওই ভাইরাল হতে দেখা গিয়েছে নেটমহলে নেটনাগরিকদের একাংশের মাঝে। আবারো মুগ্ধ হয়েছেন ভক্তরাও। প্রশংসায় ভরিয়েছেন সকলে। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

About Author