Namrata Malla: প্রকাশ্যে হৃদয় দেখিয়ে নাচলেন নম্রতা মাল্লা, ইন্টারনেটে ঝড় তুলছে ভিডিও

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ভারতীয় যুবতীদের সাহসিকতার বহিঃপ্রকাশের সেরা মাধ্যম। করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখন ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে শুরু হয়…

Avatar

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ভারতীয় যুবতীদের সাহসিকতার বহিঃপ্রকাশের সেরা মাধ্যম। করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখন ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে শুরু হয় ভারতীয় যুবতীদের সেলিব্রেটি হয়ে ওঠার লড়াই। আজ তারই প্রেক্ষাপটে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে রাজত্ব করছেন ভারতীয় যুবতীরা। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই সহ ববিতা শেরার মত যুবতীরা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেন্সেশন।

তবে বিগত কয়েক বছরে যদি সাহসী পারফরম্যান্সের দিক থেকে সবাইকে পেছনে ফেলে থাকেন, তবে তিনি হলেন ভোজপুরি সেক্সি অভিনেত্রী নম্রতা মাল্লা। যিনি তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে কখনও দ্বিধাবোধ করেন না। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনে অত্যন্ত এক্টিভ এই অভিনেত্রী যখনই ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত রিলস শেয়ার করেন, তখনই তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। নিঃসন্দেহে এ কথা বলা যেতেই পারে তার সেক্সি ফিগার এবং চরম হটনেস দেখে নিয়ন্ত্রণ হারাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

অভিনেত্রী নম্রতা মাল্লার যেমন নিজের সেক্সি ফিগারের জন্য সর্বদা আলোচিত হন ঠিক তেমনি সাহসিকতার জন্য বারবার প্রশংসিত হন এই অভিনেত্রী। কয়েক ঘণ্টা আগে সেক্সি অভিনেত্রী নম্রতা মাল্লার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে লাল বিকিনিতে চোখ ধাঁধানো ভঙ্গিতে উত্তপ্ত ডান্স করতে দেখা গেছে। এমনকি প্রকাশ্যে হৃদয় দেখিয়ে ভক্তদের হৃদয় জয় করতে দেখা গেছে অভিনেত্রী নম্রতা মাল্লাকে। ভাইরাল এই ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যে লক্ষাধিক ভিউজ অর্জন করার পাশাপাশি ১০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। দেখুন নম্রতা মাল্লারের সর্বশেষ আপডেট-

 

View this post on Instagram

 

A post shared by Namrata malla zenith (@namritamalla)