Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাল ঘাঘরা গানে কোমর নাচিয়ে দুরন্ত ডান্স নম্রতা মাল্লার, লোকজন বললেন, ঘাঘরাটা কোথায়?

ভোজপুরি জগতে একাধিক অভিনেত্রী এমন রয়েছেন, যারা নিজেদের অভিনয়ের দমে এই দুনিয়ায় একেবারে রাজ করেছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন নম্রতা মাল্লা। এই অভিনেত্রী ভোজপুরি দুনিয়ায় পরিচিত হয়ে থাকেন বিকিনি বেব…

Avatar

ভোজপুরি জগতে একাধিক অভিনেত্রী এমন রয়েছেন, যারা নিজেদের অভিনয়ের দমে এই দুনিয়ায় একেবারে রাজ করেছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন নম্রতা মাল্লা। এই অভিনেত্রী ভোজপুরি দুনিয়ায় পরিচিত হয়ে থাকেন বিকিনি বেব হিসাবে। সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি বেশ ভালো। এখন তার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তিনি নিজেও নিজের নামে প্রতিদিন নতুন করে পরিচিতি তৈরি করতে পারেন। সম্প্রতি তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে একটি জনপ্রিয় ভোজপুরি গানের সঙ্গে নাচ করতে।

ভাইরাল হলো নম্রতার এই নতুন ভিডিও

এই ভিডিওতে নম্রতা মাল্লাকে দেখা যাচ্ছে একটি লাল রঙের ড্রেস পরে একটি ভোজপুরি গানের সঙ্গে নাচ করতে। এই ভিডিওতে তিনি একটি মেরুন লাল রঙের টপ এবং একটি ওই একই রঙের শর্ট প্যান্ট পরে রয়েছেন। তিনি যে গানে নাচ করেছেন সেটা হলো পবন সিং ও শিল্পী রাজের গাওয়া জনপ্রিয় ভোজপুরি গান লাল ঘাঘরা। এই ভিডিওতে তার নাচ সবাই বেশ পছন্দ করেছেন এবং তার সাথে সাথেই এসেছে প্রচুর প্রচুর কমেন্ট। তবে কিছু কমেন্ট আবার বেশ আপত্তিকর বলা চলে। অনেকে তার নাচের প্রশংসা করলেও অনেকে বলেছেন এই নাচ খুব একটা ভালো হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নম্রতা মাল্লার ভিডিও দেখে মেতে উঠলেন লোকজন

ইতিমধ্যেই এই ভিডিওটি ভোজপুরি দর্শকদের কাছে বেশ পছন্দের একটি ভিডিও হয়ে উঠেছে। অনেকেই এই ভিডিও দেখে করেছেন কমেন্ট। কয়েকজন লিখেছেন, এই ভিডিওটি দুর্দান্ত। কয়েকজন নম্রতার নাচের প্রশংসা করেই লিখেছেন গরজিয়াস। আবার অনেকেই হার্ট ও ফায়ার ইমোজি দিয়ে তার নাচের প্রশংসা করেছেন। তবে, একজন লিখেছেন, তিনি নম্রতাকে বিয়ে করতে চান। এর পাশাপাশি, কিছু মজার কমেন্ট ও আছে এই কমেন্ট বক্সে। অনেকেই লিখেছেন, “ঘাঘরা কোথায়?” অনেকে আবার লিখেছেন, ঘাঘরা ছাড়াই ঘাঘরা নাচ! সব মিলিয়ে ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে বলা যায়।

About Author