দক্ষিণ কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সংঘ। এবারে এখানকার থিম জন্ম। এবারে এখানকার চমক হল দর্শকরা যখন মূল মণ্ডপের ভেতরে এসে দাঁড়াবে তখন যে কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে 100 ফিট ডায়ামিটারএর একটা মণ্ডপ এবং মূর্তি তারা দেখতে পাবেন। জন্মের উপলব্ধি এই বিষয়টিকে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন শিল্পী। প্যান্ডেল তৈরি করতে প্রচুর পরিমাণে মাটির কলসি ব্যবহার করা হয়েছে এবং কলসির মধ্যে বাতাস ও জলের শব্দের মধ্যে দিয়ে জন্মকে এক অদ্ভুত ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনি প্যান্ডেলের ভেতরে ঢুকলে কলসি গুলি থেকে একটি আওয়াজ পাবেন। যা আপনাকে মনে করাবে যে পুরো অংশটি যেন জীবন্ত।
DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন নাকতলা উদয়ন সংঘ এর প্রতিমা ও প্যান্ডেল!
দক্ষিণ কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সংঘ। এবারে এখানকার থিম জন্ম। এবারে এখানকার চমক হল দর্শকরা যখন মূল মণ্ডপের ভেতরে এসে দাঁড়াবে তখন যে কোন একটা নির্দিষ্ট জায়গা…

আরও পড়ুন