Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে কেবিসির ১২তম সিজনে কোটিপতি হলেন নাজিয়া আসিম

কলকাতা: অবশেষে 'কন বানেগা ক্রোড়পতি'-র ১২তম সিজনে অবশেষে এক কোটি টাকা জিতলেন নাজিয়া আসিম। তিনি নিজে এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তিনি বলিউডের অমিতাভ বচ্চনের সামনে বসে কেবিসি খেলে…

Avatar

কলকাতা: অবশেষে ‘কন বানেগা ক্রোড়পতি’-র ১২তম সিজনে অবশেষে এক কোটি টাকা জিতলেন নাজিয়া আসিম। তিনি নিজে এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তিনি বলিউডের অমিতাভ বচ্চনের সামনে বসে কেবিসি খেলে কোটিপতি হয়েছেন। এই জয়ের সমস্ত কৃতিত্বটাই নিজের মাকে দিয়েছেন তিনি।

কেবিসির প্রথম স্থান থেকেই অডিশন দিয়ে খেলতে এসেছিলেন নাজিয়া। কিন্তু কোন সিজনে সফলতা পাননি। অবশেষে একের পর এক সিজন পেরিয়ে ১২তম সিজনে কোটিপতি হয়েছেন তিনি। নিজের জয় সম্পর্কে নাজিয়া বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি আমি এত দূর যাব। এবার যেন একটা আধ্যাত্মিক শক্তি আমার সঙ্গে ছিল। প্রথম থেকেই আমার যাত্রাপথ মসৃণ ছিল এবং যখন একটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে গেলাম, তখন আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন সফল হতে চলেছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখানেই থামেননি নাজিয়া। নিজের জয়ের সমস্ত কৃতিত্ব মাকে দিয়ে তিনি বলেছেন, আমি যখন বড় হয়ে উঠছি, তখন আমার মা আমায় শেখাতেন কীভাবে সাইকেল চালাতে হয়। এবং সেটা করতে গিয়ে নানা বাধার মুখে প়ড়তে হয়েছে। আমার মাকে শুনতে হয়েছে তুমি মেয়েকে, ছেলে করে ফেলছো।একজন শিশুর উপর এ ধরনের পরিস্থিতির কী প্রভাব পড়ে একবার ভাবুন। প্রায় প্রত্যেকটি ধাপে আমার মা সমাজের সঙ্গে লড়েছেন। এভাবেই একজন সাধারণ মেয়ের কোটিপতি হওয়ার গল্প বলে দিয়ে গেল কেবিসি।

About Author