Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্কিংয়ে রোমান্স করছিলেন নাগ-নাগিন দম্পতি, দেখুন ভাইরাল ভিডিও

নাগ-নাগিন সম্পর্কিত ভিডিও সর্বদাই মানুষকে আকৃষ্ট করেছে। প্রাচীনকালে হিন্দি সিনেমায় নাগ-নাগিনকে কেন্দ্র করে শুধু চলচ্চিত্রই তৈরি হয়নি, হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থেও এটিকে পূজা করার বিধান রয়েছে। এমনও বলা হয় যে,…

Avatar

নাগ-নাগিন সম্পর্কিত ভিডিও সর্বদাই মানুষকে আকৃষ্ট করেছে। প্রাচীনকালে হিন্দি সিনেমায় নাগ-নাগিনকে কেন্দ্র করে শুধু চলচ্চিত্রই তৈরি হয়নি, হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থেও এটিকে পূজা করার বিধান রয়েছে। এমনও বলা হয় যে, কিছু সাপ ইচ্ছাধারীও হয়। অনেক সময় নিজেদের পছন্দসই রূপ ধারণ করতে পারে কিছু কিছু সাপ। বলতে গেলে নাগ ও নাগিনীর এরকম রূপের কথা অনেকেই শুনেছেন।

যদিও আজকের দিনে মানুষ ইচ্ছাধারী নাগ-নাগিন সম্পর্কিত জিনিসগুলিতে বিশ্বাস করে না, তবে বর্তমানে নাগ-নাগিন সম্পর্কিত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। এইসব ভিডিও দেখলে অনেকেই তাদের গল্পগুলিতে বিশ্বাস করে ফেলেন। আজ, হাজার হাজার এবং লক্ষ ভিডিও ইন্টারনেটে দেখা যায়, যেখানে সাপ এবং সাপের জুটি পুরানো দিনের গল্পের মতোই মিলিত হয় এবং একে অপরের উপর ভালবাসার বর্ষণ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজও যে এরকম সাপের অস্তিত্ব রয়েছে তার প্রমাণ আজকের ভাইরাল ভিডিওটি। সাপের মতো প্রাণীকে মানুষ ভয় পেলেও কোথাও দুটি সাপের জোড়াকে মিলনরত অবস্থায় দেখলে তা মোবাইলে বন্দি করতে পছন্দ করে। এইসব ভিডিও দেখলে মানুষ ভয় পায় না। বরং এইসব ভিডিও অনেকেই দেখতে ভালোবাসে। আজকের ভিডিওটিতে পার্কিং লটে এক জোড়া কোবরা রোমান্স করছে। তাদের মিলন দেখে বিষয়টিকে মানুষ অনেক পছন্দ করছে।

ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে পার্কিং লটে এক জোড়া সাপ দম্পতি প্রেম করছে। একে অপরের মধ্যেই যেনো হারিয়ে গেছে এই দম্পতি। বাতাসে ভাসতে থাকা এই কোবরার ভালোবাসার ভিডিও দেখে আপনিও অবাক হবেন। তবে, তাদের একেবারে সামনে যাওয়া একেবারেই ভালো নয়। বলতে গেলে এই বিষয়টি বেশ রিস্কি। তাই দেখে মনে হচ্ছে, এই ভিডিওটি গাড়ির ভেতর থেকেই তৈরি করা হয়েছে। দেখে নিন এই ভিডিও

About Author