Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল মানেই রেশনচোর, চালচোর ও ত্রিপলচোর, বাংলা সফরে এসে কটাক্ষ জেপি নাড্ডার

আজ অর্থাৎ শনিবার বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ পূর্ব বর্ধমানের কাটোয়াতে একাধিক কর্মসূচি রেখেছেন। ভোট পূর্ববর্তী সময়ে তিনি বাংলায় এসেই শাসকদলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে…

Avatar

আজ অর্থাৎ শনিবার বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ পূর্ব বর্ধমানের কাটোয়াতে একাধিক কর্মসূচি রেখেছেন। ভোট পূর্ববর্তী সময়ে তিনি বাংলায় এসেই শাসকদলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক কিছু যেমন কৃষকদের প্রতি বঞ্চনা, রেশন দুর্নীতি, আম্ফান ত্রান দুর্নীতি ইত্যাদি নিয়ে তিনি গলায় সুর তুলেছেন। তিনি কাটোয়ার সভা থেকে আজ সরাসরি শাসক দলকে কটাক্ষ করে রেশনচোর, চালচোর ও বালিচোর বলে অভিহিত করেছেন।

আজ সকালে কাটোয়ার জগদানন্দপুর সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “বাংলার কালচার এখন কাটমানি কালচার। এখানে চালচোর, রেশনচোর ও বালিচোরে ভরে গিয়েছে। গরিবদের জন্য করোনার সময় দেওয়া ত্রাণ অব্দি চুরি করে ঢুকে গেছে তৃণমূল নেতাদের ঘরে। এখানকার তৃণমূল নেতা মানেই রেশনচোর, চালচোর ও ত্রিপলচোর।” এছাড়াও তিনি এদিন সভা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, “গোটা ভারতের মধ্যে ফসলের মূল্য নিরিখে বাংলা স্থান ২৪ নম্বর। এরকম এক অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের লাখো লাখো কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত করছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে গোটা দেশজুড়ে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিজেপির নামডাক বেশ খারাপ হচ্ছে। এরকম সময় বঙ্গ গেরুয়া শিবির রাজ্যের কৃষকদের তাদের পাশে আনতে আজ জেপি নাড্ডা “এক মুঠো চাল”প্রকল্পে শুরু করলো। কৃষক পরিবারের থেকে চাল এবং সবজি সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও আজ তিনি এক কৃষক পরিবারে তার মধ্যাহ্নভোজন করেছেন। আসলে জেপি নাড্ডা এবার বাংলায় এসে বোঝাতে চাইছে যে গেরুয়া শিবির রাজ্যের কৃষকদের পাশে আছে।

কৃষক সম্বন্ধিত কথা বলতে গিয়ে আজ নাড্ডা বলেছেন, “মোদি সরকারের আমলে দেশে কৃষি বাজেট ৬ গুন হয়েছে। এখন এতদিনে মমতাদি পিএম কিসান প্রকল্পের জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। রাজ্যের ২৩ লাখ কৃষক এই প্রকল্প আবেদন করেছিল। তখন যখন তা নেওয়ার প্রয়োজন মনে করেননি, তাহলে এবার রাজ্যে বিজেপি সরকার এলে তা হবে।”

About Author
news-solid আরও পড়ুন