Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভিড় কমাতে প্যাকেটে করে রেশন দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর, নির্দেশিকা জারি করল নবান্ন

লকডাউনের দিনগুলোতেও রেশন দোকানে ভিড় অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন সংক্রান্ত একাধিক গোলযোগের খবর পেয়ে অবশেষে পরিস্থিতি মোকাবিলায় পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ভবানীপুরের এক রেশন দোকানে…

Avatar

লকডাউনের দিনগুলোতেও রেশন দোকানে ভিড় অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন সংক্রান্ত একাধিক গোলযোগের খবর পেয়ে অবশেষে পরিস্থিতি মোকাবিলায় পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ভবানীপুরের এক রেশন দোকানে গিয়ে চক্ষু চড়কগাছ মুখ্যমন্ত্রীর। লকডাউন উপেক্ষা করেই রীতিমতো ভিড় জমিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জেনে নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন তাদের। ভিড় কমাতে কি করা সে বিষয়ে রেশন ডিলারকে ভেবে দেখতে বলেন তিনি।

পরে শুক্রবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ভিড় আটকাতে তিনি রেশন সামগ্রী প্যাকেট করে বিতরণ করার বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন। মাসিক ৫ কেজি চাল ও ৫ কেজি গম প্যাকেট করে একবারে দেওয়া যায় কিনা সংশ্লিষ্ট আধিকারিককে সে বিষয়ে ভেবে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রেশনের গোডাউনে এত পরিমাণ খাদ্য সামগ্রী রাখার অসুবিধা হলে পার্শ্ববর্তী ক্লাবগুলোকে এই কাজে ব্যবহার করার পরামর্শও দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয় এ বিষয়ে। রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয় যে, এবার থেকে প্যাকেট করেই গ্রাহকদের হাতে দিতে হবে চাল, গম ইত্যাদি। রেশন দোকানে মানুষের ভিড় আটকাতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে নির্দেশিকায়। রেশন দোকানের সামনে সাদা বা কালো কালিতে ছক কেটে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সব প্রান্তেই খুব শীঘ্রই এই নিয়ম বলবৎ করা হবে বলে জানিয়েছে নবান্ন।

About Author