Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য! বিজ্ঞপ্তি জারি করে পেনশন বাড়ালো নবান্ন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর জানালো নবান্ন। জানা গিয়েছে, এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। সম্প্রতি নবান্নের অর্থদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা…

Avatar

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর জানালো নবান্ন। জানা গিয়েছে, এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। সম্প্রতি নবান্নের অর্থদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে। আসলে যারা ২০১৬ সালের জানুয়ারি মাসের আগে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশন হবে বেতনের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ। এই সিদ্ধান্ত কার্যকর হলে এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা।

নবান্ন তরফে জানা গিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। এই নতুন নিয়ম কার্যকর হবে পুরসভা পঞ্চায়েত কর্মী এবং স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। আসলে, রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। এছাড়া ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ৩০ শতাংশ পান। তবে কিছু পদ্ধতিগত ক্রুটির জন্য ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যারা অবসর নিয়েছিলেন তারা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেলে মূল বেতনের ৫০ শতাংশ পাচ্ছিলেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নবান্ন অর্থদপ্তরের এই নতুন বিজ্ঞপ্তি স্বস্তি দিয়েছে অনেককেই। এই প্রসঙ্গে সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, “২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছিল। কিন্তু কোনো কারণের জন্য ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা পেনশনের অর্থ থেকে বঞ্চিত হচ্ছিল। কিন্তু সরকার যে ভুল শুধরে নিয়েছে, এতেই আমরা খুশি।”

About Author