টলিউডবিনোদন

Iman Chakraborty: ‘আমার ছেলে মেয়েরা রীতিমতো কেঁদেছে!’ ফেসবুকে লাইভ এসে ট্রোলারদের তুলোধোনা করলেন ইমন চক্রবর্তী

আকাশ আট চ্যানেলের একটি অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছিল বিতর্ক

Advertisement
Advertisement

বাংলা সংগীত জগতে একজন অন্যতম গায়িকা হলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন সিনেমার তুমি যাকে ভালোবাসো গানটি থেকেই ইমন চক্রবর্তীর উত্থান। এই গানটি সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এবং সমস্ত জায়গায় হয়েছিল ব্যাপক জনপ্রিয়। সেই সময় শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন ইমন চক্রবর্তী। তারপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ইমন। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ একটিভ। মাঝেমধ্যেই থাকে সোশ্যাল মিডিয়াতে লাইভ আসতে দেখা যায় তার জীবনের নানা ঘটনা নিয়ে।

Advertisement
Advertisement

তবে ইমন চক্রবর্তী এর আগেও নেটিজেনদের নানা রকমের কু-মন্তব্যের শিকার হয়েছেন বহুবার। তবে গায়িকা ইমন চক্রবর্তী কখনোই ছেড়ে কথা বলার মানুষ নয়। সম্প্রতি আরও একবার নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। যদিও লাইভে এসে সেই রোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সম্প্রতি আকাশ আটের একটি জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তার সঙ্গে ছিল তার একাধিক শিক্ষার্থীও। যথারীতি সেদিন একের পর এক গান করে সকলকে মুগ্ধ করেছিলেন গায়িকা এবং তার শিক্ষার্থীরা। এরকম একটি পর্বের ভিডিও ক্লিপ আকাশ আট চ্যানেলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়, এবং সেখানেই ঘটে যায় বিপত্তি।

Advertisement

দেখা যায় কিছু কিছু মানুষ সেখানে অনেক বিরূপ মন্তব্য করেন। তাই নিয়ে এবারে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। সোমবার আচমকা লাইভে এসে, তিনি সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন। ফেসবুক লাইভে গায়িকা ইমন চক্রবর্তী জানালেন, ‘যেভাবে তাদেরকে অকথ্য ভাষায় বলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমার ছেলে মেয়েরা রীতিমতো কেঁদেছে।’ এদিন লাইভে গায়িকা আরও বলেন, প্রথম দিকে তিনি ভেবেছিলেন পাত্তা দেবেন না। কিন্তু পরে তার ছোট ছোট ছেলেমেয়েগুলোর কথা ভেবে তিনি প্রতিবাদ করেছেন। এমনকি এদিন যারা সুর কিংবা তাল নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা গানের ব্যাপারে কতটা জানেন সেই নিয়ে প্রশ্ন তুললেন গায়িকা ইমন চক্রবর্তী।

Advertisement
Advertisement

তবে ইমন চক্রবর্তী কখনোই কিন্তু খুব একটা ছেড়ে কথা বলেন না। তিনি মনে করেন, সবসময়ই নিজের বিরুদ্ধে ঘটা অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যতবারই তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন তিনি ততোবারই সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা সাংবাদিকদের, গর্জে তিনি উঠেছেন। তিনি এও বলেছেন তিনি না থাকাকালীন তার শিক্ষার্থীরা নাম তৈরি করবেন। কারণ তার ধারণা, নতুনকে আসতে হলে পুরনোকে জায়গা ছাড়তে হবেই। তবে খারাপের পাশাপাশি ভালো রয়েছে অবশ্যই। অনেকেই এই গানের অনুষ্ঠানের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে গানের অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও, শরীরের কথা চিন্তা করে তাকে উত্তেজিত হতেও বারণ করলেন অনেকে।

Advertisement

Related Articles

Back to top button