Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মসজিদ এর জন্য প্রস্তাবিত ৫ একর জমি অযোধ্যায় ৬৭ একর মধ্যে চাই, দাবি মুসলিম নেতাদের

প্রীতম দাস : বিতর্কিত অযোধ্যা জমি নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবার পরও নানা ধরনের বিতর্ক চলেই যাচ্ছে। অযোধ্যা মামলার অন্যতম প্রধান আবেদনকারী ইকবাল আনসারী সহ স্থানীয় মুসলিম নেতারা দাবি…

Avatar

প্রীতম দাস : বিতর্কিত অযোধ্যা জমি নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবার পরও নানা ধরনের বিতর্ক চলেই যাচ্ছে। অযোধ্যা মামলার অন্যতম প্রধান আবেদনকারী ইকবাল আনসারী সহ স্থানীয় মুসলিম নেতারা দাবি করছেন , সুপ্রিম কোর্ট মসজিদ নির্মাণ এর জন্য যে ৫ একর জমি বন্দোবস্ত এর কথা বলা হয়েছে তা যেনো অযোধ্যার অধিগৃহীত ৬৭ একর জমির ভিতরে হয়। তবেই আমরা জমি নেবো নতুবা জমির প্রস্তাব প্রত্যাখ্যান করবো। অনেককে বলতে শোনা যাচ্ছে চৌদ্দ ক্রোশের বাইরে গিয়ে মসজিদ বানাও। এটা ঠিক নয় ।

মৌলানা জালাল আশরাফ নামে এক স্থানীয় মৌলবী বলেন , আদালত বা সরকার আমাদের ক্ষোভের কিছুটা উপশম করতে চাইলে পাঁচ একর জমির ব্যাবস্থা করুক অধিগৃহীত ৬৭ একর এলাকার মধ্যে। কারণ , অষ্টাদশ শতকের সুফি সন্ত কাজী কুদ ওয়া সহ অনেকের কবর ওই স্থানে আছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অযোধ্যা মামলার আরেক মামলাকারি হাজী মেহবুব বলেছেন , আমরা এই ললিপপ গ্রহণ করবো না। ওনারা পরিষ্কার করে বলুন যে আমাদের তারা কোথায় জমি দিতে চায় ? সূত্রে খবর , অযোধ্যা ও তার আশপাশের অঞ্চলে প্রস্তাবিত মসজিদের বিকল্প জমি খুঁজে নেবার কাজ শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড জমি নেবার ব্যাপারে অবস্থান ঠিক করতে লখনৌতে ২৬ শে নভেম্বর বৈঠক ডেকেছে।

About Author