Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুসকান বেবির নাচ দেখলে ঘাম ঝড়বে শরীর বেয়ে, ভুলেও ছোটদের সামনে দেখবেন না (VIDEO)

হরিয়ানার শিল্পীরা দিনদিন ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি তাদের জনপ্রিয়তাও বাড়ছে। হরিয়ানার পাবলিক প্লেসে নর্তকীরা আসেন এবং স্টেজে ঝড় তোলেন, দর্শকরা আনন্দ লুফে নেন প্রতিটা মুহূর্তে। সম্প্রতি, মুসকান বেবি তার…

Avatar

হরিয়ানার শিল্পীরা দিনদিন ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি তাদের জনপ্রিয়তাও বাড়ছে। হরিয়ানার পাবলিক প্লেসে নর্তকীরা আসেন এবং স্টেজে ঝড় তোলেন, দর্শকরা আনন্দ লুফে নেন প্রতিটা মুহূর্তে। সম্প্রতি, মুসকান বেবি তার নাচের সাথে দারুন জনপ্রিয়তা লাভ করেছেন।

একটা সময় স্বপ্না চৌধুরী হরিয়ানার নাচের জগতে শ্রেষ্ঠ ছিলেন। তাকে রীতিমত হরিয়ানার ড্যান্সিং কুইন বলা হয়। একের পর এক স্টেজ শো করে স্বপ্না এখন রীতিমত সেলিব্রিটি। কিন্তু, এই সময় একাধিক শিল্পী উঠে আসছে। তাদের নৃত্য মানুষের মনে নতুন করে উন্মাদনা তৈরি করছে। কথা হচ্ছে মুসকান বেবির নাচ প্রসঙ্গে। মুসকানের নাচের সময় তার উন্মাদনা এবং শৈলীর জাদু মানুষকে তার প্রেমে ফেলে দেয়। এমন পরিস্থিতিতে অন্য নৃত্যশিল্পীদের মতো ধীরে ধীরে মুসকানের জনপ্রিয়তাও যে বাড়ছে তা বললে ভুল হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি, মুসকান বেবির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে মুসকান বেবি তার দমদার নাচ দিয়ে কাবু করেছেন দর্শকদের। ‘Aaj Ka Haryana’ চ্যানেলে ‘কবুতর'(Kabootar) গানে তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ইউটিউবে প্রচুর বার দেখা হচ্ছে। অনেকের মতে, মুসকানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই । একইসঙ্গে অনেকে এটাও বলছেন যে মুসকান, স্বপ্না চৌধুরীকে পর্যন্ত হারিয়ে দিতে পারেন।

কোনো সন্দেহ নেই,ধীরে ধীরে মুসকানের জনপ্রিয়তা বাড়ছে। পাড়া, ক্লাব থেকে হামেশাই ডাক পাচ্ছেন তিনি। তার নাচ, কিলিং ফিগারে কাবু আমজনতা। চলুন দেখে নিই মুসকানের ভাইরাল হওয়া ভিডিওটি।

About Author