Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা সালোয়ার স্যুটে মুসকান বেবির সুপার হট পারফরম্যান্স, দর্শকদের এভাবে মাতিয়ে রাখলেন (VIDEO)

দিনদিন হরিয়ানভি গানের কদর এতটাই বাড়ছে যে মানুষ সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও এনজয় করছে ব্যাপক ভাবে। একটা সময় হরিয়ানভি গানের জগতে সেরা পারফর্মার ছিলেন স্বপ্না চৌধুরী। তবে, সময় বদলেছে, স্বপ্না…

Avatar

দিনদিন হরিয়ানভি গানের কদর এতটাই বাড়ছে যে মানুষ সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও এনজয় করছে ব্যাপক ভাবে। একটা সময় হরিয়ানভি গানের জগতে সেরা পারফর্মার ছিলেন স্বপ্না চৌধুরী। তবে, সময় বদলেছে, স্বপ্না চৌধুরীর পাশাপাশি আরো অনেক নৃত্যশিল্পী উঠে আসছে মঞ্চের হাত ধরে। আজ কথা হচ্ছে নৃত্যশিল্পী মুসকান বেবির(Muskaan Baby)সম্পর্কে। হরিয়ানভি দুনিয়ায় মুসকান বেবি এখন অন্যতম জনপ্রিয় মুখ। তার স্টেজ শো এতটাই জনপ্রিয় হয়েছে যে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন দর্শকদের মধ্যে। তার নাচের জাদু আর ক্যারিশমা দেখে দর্শকরা পাগল।

সম্প্রতি, মুসকান বেবির একটি পারফরম্যান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে মুসকান তার শরীরী আবেদনে কাত করেছেন দর্শকদের। সালোয়ার স্যুট পরেও মুসকান সুপার হট পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন, তার অসাধারন চাল-চলন এবং স্টাইল মানুষের মন জয় করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মুসকান বেবি হরিয়ানভি গান ‘পানি চালকে’-তে তার মন্ত্রমুগ্ধ পারফরম্যান্স দেখাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা নীল রঙের স্যুট পরেছেন নৃত্যশিল্পী, পাশাপাশি তার নাচ এতটাই আকর্ষণীয় যে দর্শকরা করতালিতে ভাসিয়ে দিয়েছে গোটা অনুষ্ঠান। মুসকান বেবির নাচের ভিডিও শেয়ার করা হয়েছে দেহতি থুমকা নামের একটি ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৩১৪,০১০ এর বেশি ভিউ পেয়েছে। এর পাশাপাশি তার ভিডিওতে তুমুল কমেন্ট করছেন মানুষ। দেখুন মশলাদার ভিডিও।

About Author