Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নীল পোশাকের শরীর থেকে উপচে পড়ছে যৌবন, ঝড়ের গতিতে ভাইরাল ছবি

‘সব’ টিভির অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই শোয়ের মূল আকর্ষণ হলেন ববিতাজির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মুনমুন দত্ত। সম্প্রতি মুনমুন ইন্সটাগ্রামে ফ্যাশন ডিজাইনার রিপ্পী শেঠি-এর সিজলিং…

Avatar

‘সব’ টিভির অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই শোয়ের মূল আকর্ষণ হলেন ববিতাজির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মুনমুন দত্ত। সম্প্রতি মুনমুন ইন্সটাগ্রামে ফ্যাশন ডিজাইনার রিপ্পী শেঠি-এর সিজলিং নীল ড্রেসে নিজের ছবি পোস্ট করলেন। এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মুনমুন ফ্যাশন ডিজাইনারকে এবং তাঁর ফটোশুট টিমকে ধন্যবাদ জানিয়েছেন।। মুনমুন এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁদের প্রিয় ববিতাজির সৌন্দর্যের প্রশংসা করেছেন।

সম্প্রতি অভিনেত্রী মুনমুন দত্ত নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। এই চ্যানেলে বিভিন্ন ডান্স পারফরম্যান্সের রিভিউ করেন মুনমুন। তিনি নিজেও একজন খুব ভালো ডান্সার। মুনমুন ইন্সটাগ্রামে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সবাইকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া মুনমুন একজন সমাজকর্মী হিসাবে পথশিশুদের শিক্ষাবিস্তারের কাজও শুরু করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আদতে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে মুনমুন ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পুনেতে থাকাকালীন মুনমুন বিভিন্ন ফ্যাশন শো-তে অংশগ্রহণ করতেন। অভিনয়ের টানে একসময় মুম্বই চলে আসেন মুনমুন। 2004 সালে জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘হাম সব বারাতি’-এর মাধ্যমে টেলিভিশনে মুনমুনের অভিনয়ের কেরিয়ার শুরু হয়। কমল হাসানের তামিল ফিল্ম ‘মুম্বই এক্সপ্রেস’-এর মাধ্যমে মুনমুনের ফিল্মী কেরিয়ার শুরু হয়। 2006 সালে পূজা ভাট পরিচালিত ফিল্ম ‘হলিডে’-এর মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন মুনমুন। কিন্তু তাঁকে সফলতা এনে দেয় ‘সব’ টিভিতে দীর্ঘসময় ধরে চলা জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই সিরিয়ালে মুনমুন ববিতা আইয়ার-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। এই সিরিয়ালে ববিতা কোলকাতার বাঙালি মেয়ে যিনি সাউথ ইন্ডিয়ান বিজ্ঞানী আইয়ার-কে বিয়ে করে মুম্বই-এর গোকুলধাম সোসাইটির বাসিন্দা হয়ে এসেছেন। ‘তারক মেহতা কা উল্টা চশমা’র মুখ‍্য চরিত্র জেঠালাল ববিতাকে মনে মনে অত্যন্ত পছন্দ করেন। এই সিরিয়ালে ববিতাজির ফ্যাশন সেন্স দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনের ঘটনার বর্ণনাই ‘তারক মেহতা কা উল্টা চশমা’-কে সফল করে তুলেছে।

About Author