কলকাতা: প্রস্তুতি সারতে হবে রাজ্যের (Westbengal) ১১২টি পুরসভার নির্বাচনের, নির্দেশ কলকাতা হাইকোর্টের (High Court) । পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে মোট দুটি মামলা হয়েছিল। এদিন মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তবে এদিনের রায়ে আদালত যেমন কলকাতা পুরনিগমকে এই রায়ের মধ্যে টানেননি তেমনি রাজ্যের ১১১টি পুরসংস্থার নির্বাচন সেরে ফেলার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমাও ঠিক করে দেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টের এই রায়ের জেরে আসন্ন বিধানসভা নির্বাচনের সময়য়েই ১১১টি পুরসংস্থায় ভোট হয় কী হয় না। এই রায় নিয়ে সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, ‘কোভিডের জুজু দেখিয়ে কলকাতা কর্পোরেশন-সহ ১০০টা পুরসভার ভোট করায়নি রাজ্য সরকার।
কিন্তু ২০১৮ সালের ডিসেম্বরে তো আর কোভিড ছিল না। আসলে এই সরকারটাই এমন অগণতান্ত্রিক যে, ভোট হলে বুথ দখল করে আর যেখানে তার সুযোগ নেই সেখানে ভোটই করায় না।’