Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sleeper Vande Bharat Train: স্লিপার বন্দে ভারত ট্রেনের নতুন আপডেট, সুবিধা পেয়েছে মুম্বাই

চেয়ার কার বন্দে ভারত ট্রেনের পরে খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত ট্রেন। ইতিমধ্যেই এর জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজ চলছে একেবারে জোর গতিতে।…

Avatar

চেয়ার কার বন্দে ভারত ট্রেনের পরে খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত ট্রেন। ইতিমধ্যেই এর জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজ চলছে একেবারে জোর গতিতে। প্রকৃতপক্ষে মুম্বাই যোগেশ্বরীতে শুধুমাত্র একটি টার্মিনাস নয় তার বদলেও আরো বেশ কিছু নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য একটি রক্ষণাবেক্ষণ ডিপো পাওয়া যাবে এই যোগেশ্বরী স্টেশনে। ওয়াদি বন্দরের পরে এটা হবে ভারতের দ্বিতীয় ডিপো। অন্তর্বর্তী সাধারণ বাজেটে পশ্চিম রেলওয়ে ডিপো উন্নয়নের ৬০ কোটি টাকার প্রকল্প এর জন্য কুড়ি লক্ষ টাকা টোকেন অ্যামাউন্ট পেয়ে গিয়েছে। রাম মন্দির থেকে যোগেশ্বরী পর্যন্ত রেলওয়ে স্টেশন গুলির মধ্যে এই ডিপো স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত খবর মিলেছে, ইতিমধ্যেই কাগজপত্র এবং অন্যান্য নথিপত্র তৈরি করার কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই দরপত্র জারি করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। পশ্চিম রেলওয়ে এমন জায়গা গুলি পুনর্নির্মাণের কাজ করছে যেখানে পরবর্তী প্রজন্মের এসি স্লিপার বন্ধে ভারত সেমি হাই স্পিড ট্রেন রাখা যায়। ভারতীয় রেল দুটি স্থান নির্ণয় করেছে যথাক্রমে মুম্বাই সেন্ট্রাল এবং যোগেশ্বরী। স্থানের প্রাপ্যতার জন্য সেখানে প্রস্তাবিত রক্ষণাবেক্ষণের ডিপো তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মুম্বাই সেন্ট্রাল থেকে যোগেশ্বরী পর্যন্ত একটি টার্মিনাস তৈরি করা হবে এর জন্য। পাশাপাশি পশ্চিম রেলওয়ের একজন কর্তা বলেছেন, শুধুমাত্র রেলওয়ে টার্মিনাস নয় বন্দে ভারত ট্রেনের দশটি ট্রেনের আলাদা ওয়াশিং লাইন থাকবে এই যোগেশ্বরী স্টেশনে। এছাড়াও নতুন কোচিং টার্মিনাস নির্মিত হবে বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই রেল টার্মিনাস গুজরাটে দূরপাল্লার ট্রেন নিয়ে যাওয়া যাত্রীদের সুবিধা দেবে বলে জানা গিয়েছে। বরিভলি কান্দিভালি আন্ধেরি ভাষায় এবং উত্তর-পশ্চিমের শহরতলীর বেশ কিছু অংশে বসবাসকারী লোকেদের উপকার করবে মুম্বাই সেন্ট্রাল এর এই নির্দিষ্ট লাইন। দাদর এবং বান্দ্রা টার্মিনাসে যারা ভ্রমণ করেন তাদের জন্য এই টার্মিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মধ্য রেলওয়ে এসি স্লিপার বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য একটি সুবিধা স্থাপন করার চিন্তাভাবনা নিয়েছে।

About Author