বলিউডবিনোদন

‘দিদির দেওয়া ওষুধ থেকেই মৃত্যু হতে পারে সুশান্তের’ এই মর্মে আদালতে হলফনামা মুম্বাই পুলিশের

Advertisement
Advertisement

রিয়া চক্রবর্তীর জামিনের পর থেকেই সুশান্ত মৃত্যু মামলায় নতুন মোড় ঘুরতে চলেছে ধীরে ধীরে। গত ৭ সেপ্টেম্বর বান্দ্রা থানায় রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদি প্রিয়ঙ্কা সিংহ এবং মিতু সিংহের বিরুদ্ধে নিয়ম মেনেই এফআইআর দায়ের করেন। মামলা রদ করার উদ্দেশ্যে ইতিমধ্যে সুশান্তের দুই দিদি আদালতের দ্বারস্থ হন, পাশাপাশি মুম্বাই পুলিশ আদালতে হলফনামা জমা দেয় যাতে সেই আবেদন খারিজ হয়।

Advertisement
Advertisement

Advertisement

মুম্বই পুলিস আদালতকে জানিয়েছে, সুশান্তকে না দেখেই মানসিক ওষুধ খাওয়ার পরামর্শ দিতেন এবং তাঁর দুই দিদি শুধুমাত্র মৌখিক পরামর্শের দ্বারা ওষুধ দিতেন ভাই সুশান্তকে। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ডিপ্রেশনের ওষুধ খাওয়ানর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে সুশান্তের আচরণেও পরিবর্তন এসেছিল বলে মনে করছে পুলিশ। এখানে রিয়া সাফ জানায়, সুশান্তের দুই দিদি সুশান্তকে লিব্রিয়াম, মেক্সিটো এবং লোনাজেপ– এই তিনটি ওষুধের নাম লিখে পাঠান। দুটি বিপরীতধর্মী ওষুধ একসঙ্গে খাওয়া একজন মানুষকে অসুস্থ করে তুলতে পারে। রিয়ার দাবী, সুশান্তের আত্মহত্যার পিছনে এই ওষুধগুলি দ্বায়ী ছিল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button