Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বাই পুলিশের বিরুদ্ধে কড়া অভিযোগ ছুড়লেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই। অথচ, গত ১৪ই জুন সেই মর্মান্তিক ঘটনা ঘটে। কিন্তু এত দেরি করে তিনি FIR…

Avatar

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই। অথচ, গত ১৪ই জুন সেই মর্মান্তিক ঘটনা ঘটে। কিন্তু এত দেরি করে তিনি FIR কেন করলেন? এর উত্তর দিতেই সুশান্তের পরিবারের আইনজীবী মুম্বাই পুলিশের উপর বড়সড় অভিযোগ জানালেন। কী সেই অভিযোগ?

সম্প্রিতি, এক সাংবাদিক সন্মেলনে, সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং জানান, সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিস যে বিবৃতি নিয়েছিল, তা মারাঠি ভাষায় লেখা হয়েছিল। তাতে আদপে কী লেখা ছিল, তা বোঝার উপায় ছিল না। আর সেটাতেই জোর করে সুশান্তের পরিবারকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি জানান, ”সুশান্তের পরিবার কোনওদিনই বিবৃতিতে বলেনি, যে সুশান্ত আত্মহত্যা করেছেন। এমনকি তাঁর পরিবারের বিবৃতি যখন মারাঠিতে লেখা হচ্ছিল, সুশান্তের পরিবার তাতে বাধা দেয়। তবে সেটা মুম্বই পুলিস গ্রাহ্য করেনি। উল্টো একপ্রকার জোর করে তাতে সই করিয়ে নেয়।”

বিকাশ সিং এও বলেন, “বিবৃতি মারাঠিতে লেখা ছিল। সেটা সুশান্তের পরিবারের কারোর পক্ষেই পড়া সম্ভব ছিল না। যেটা মুখে বলা হচ্ছে, সেটাই লেখা রয়েছে কিনা, তা মারাঠি পড়তে না জানলে কীভাবে বোঝা সম্ভব? এটা তো সাধারণ বিষয়।” সুশান্তের পরিবারের পক্ষে ওই বিবৃতি বোঝা একেবারেই সম্ভব হয়নি, এরপরেই তাঁরা পাটনাতে FIR দায়ের করেন। কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই।

About Author