Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স

দুবাই: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে লিগ টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু অপ্রতিরোধ্য মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে শ্রেয়াস আইয়ারের দলকে। পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে লিগ…

Avatar

দুবাই: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে লিগ টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু অপ্রতিরোধ্য মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে শ্রেয়াস আইয়ারের দলকে। পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল নীতা আম্বানির দল। সাত ম্যাচ খেলে দুই দলের পয়েন্ট দশ। রন রেটের পার্থক্যে এগিয়ে গেল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি তুলতে পারেননি তারা। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান (৬২)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভিলিয়নের ফেরালেও কুইন্টন ডি কক (৫৩) এবং সূর্যকুমার যাদবের (৫৩) দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। পাঁচ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই জয় পায় রোহিত শর্মার দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বল হাতে এদিন দিল্লির ব্যাটসম্যানদের আগাগোড়া চাপে রাখেন বুমরা, ক্রণাল পান্ডিয়ারা। মুম্বইয়ের হয়ে বল হাতে সব থেকে সফল হং এদিন ক্রণাল। ৪ ওভারে ২৬ রান দিয়ে দু’ উইকেট তুলে নেন তিনি। তবে ঋষভ পন্থের চোট লাগায় বড় ধাক্কা খেয়েছে দিল্লি। দলের ভরসাযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যানের চোট চিন্তা বাড়িয়েছে দিল্লি শিবিরের, এমনটা বলাই যায়।

About Author