Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়স মাত্র ১২, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন এই মহিলা

বয়স মাত্র ১২, কিন্তু এর মধ্যেই তিনি জয় করে ফেলেছেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। মুম্বাইয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কাম্য কার্তিকেয়ন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতমালার মাউন্ট আকনগুয়া জয় করেছেন।…

Avatar

বয়স মাত্র ১২, কিন্তু এর মধ্যেই তিনি জয় করে ফেলেছেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। মুম্বাইয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কাম্য কার্তিকেয়ন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতমালার মাউন্ট আকনগুয়া জয় করেছেন। রবিবার নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে একথা। কাম্যই সর্বকনিষ্ঠ যিনি এই পর্বতশৃঙ্গ জয় করলেন।

মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী কাম্য গত ১লা ফেব্রুয়ারি ৬,৯৬২ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গের শিখরে ওঠেন এবং সেখানে ভারতীয় পতাকা পুঁতে দেন। এর আগেও কাম্য ৬০০০ মিটারের বেশি শৃঙ্গে আরোহণ করেছেন। এর আগে তিনি প্রবল ঠান্ডার মধ্যে লাদাখের ৬,২৬০ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট মেন্টক কাঙরি ২ পর্বত শৃঙ্গে আরোহণ করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইএএনএসের এক আধিকারিক বলছিলেন, ‘বছরের পর বছর ধরে শারীরিক, মানসিক প্রস্তুতি, দৃঢ় চরিত্রের সাথে অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিয়মিত অংশগ্রহণ কাম্যকে এই বিরল কীর্তি অর্জনে সাহায্য করেছে।’ তাঁর বাবা একজন ভারতীয় নৌবাহিনী কমান্ডার। প্রাথমিকভাবে কাম্য তিন বছর বয়সে লোনাভালায় (পুনে) প্রাথমিক যাত্রা শুরু করেছিলেন এবং নয় বছর বয়সে তিনি উত্তরাখণ্ডের রূপকুণ্ড (৫,০২০ মিটার) সহ বেশ কয়েকটি হিমালয়ের উচ্চতম শিখর ট্রেক সম্পন্ন করেছিলেন। ভবিষ্যতে নৌবাহিনী থেকে তাকে সবরকম সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

About Author