আপাতত লকডাউনে বন্ধ দেশের প্রায় সমস্ত পরিষেবা। লকডাউন উঠে গেলেও আগামী দিনে কিরূপ পরিস্থিতি হতে চলেছে সেই বিষয়ে জানা নেই কারও। তবে এরই মাঝে যাত্রী সুরক্ষার কথা ভেবে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণের কথা ভেবেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এগুলি চালু করা হবে কলকাতা সহ দেশের সবকটি মেট্রো শহরে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া বিশেষ পদক্ষেপগুলি হলো
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. টিকিট কাটার বেশ কিছু সময় আগে স্ক্রিনিং করাতে হবে।
২. টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩. মাস্ক পরে মেট্রো চত্বরে প্রবেশ করতে হবে।
আপাতত এই গুলিই প্রকাশ্যে এসেছে। এছাড়া আরও কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেগুলির বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।
যদিও লকডাউন কবে উঠবে বা কবে পরিষেবা চালু হবে সেই বিষয়ে অজ্ঞাত সবাই। তবে করোনায় যে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশবাসী, তার যেন আরও পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে চিন্তিত সরকার। এই কারণেই মেট্রো নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। তবে ঠিক কবে থেকে পরিষেবা উপলব্ধ হবে, সেই দিকেই তাকিয়ে গোটা দেশবাসী।