Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাভপুর মামলায় মুকুল রায়ের আগাম জামিনের আর্জি খারিজ, চরম বিপাকে বিজেপি নেতা

লাভপুর হত্যা মামলায় ধাক্কা খেলেন বিজেপি নেতা মুকুল রায়। এই মামলায় অভিযুক্ত ছিলেন মুকুল রায় এবং মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। এরপর আগাম জামিনের আবেদন…

Avatar

লাভপুর হত্যা মামলায় ধাক্কা খেলেন বিজেপি নেতা মুকুল রায়। এই মামলায় অভিযুক্ত ছিলেন মুকুল রায় এবং মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। এরপর আগাম জামিনের আবেদন করেন কলকাতা হাইকোর্টে, কিন্তু সেখানে জোড়ালো ধাক্কা খান তিনি। জানা গেছে আবেদন পত্র ত্রুটিপূর্ণ হওয়ায় সেটিকে খারিজ করা হয়েছে।

প্রসঙ্গত ২০১০ সালের ৩রা জুন লাভপুরে ধানু শেখ, কাটুন শেখ আর তুরুখ শেখ খুনে মাস্টারমাইন্ড হিসেবে নাম আসে মনিরুল ইসলামের। তিনি প্রথমে ফরওয়ার্ড ব্লক পরে তৃনমুল এবং শেষে বিজেপিতে যোগদান করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইসময় চার্জশিটে মুকুল রায়ের নামও উঠে আসে। শুধু খুন নয় শ্লীলতাহানি এবং লুঠের অভিযোগও করা হয়। এই হত্যা মামলায় তদন্তকারী অফিসার পাল্টে গেলেও দ্বিতীয়বার চার্জশিটেও মুকুল রায়ের নাম রয়েছে। এই মামলা ছাড়াও রেলকান্ডেও মুকুল রায়ের নাম জড়িত আছে।

About Author