Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্শ্বশিক্ষকদের দাবি পুরণের জন্য অমিত শাহকে চিঠি মুকুল রায়ের 

বেতন কাঠামোর উন্নতি সাধনের জন্য একাধিক দাবিতে একের পর এক আন্দোলন। বাংলার পার্শ্বশিক্ষকদের দাবিপূরণ করার জন্য এইবার সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'সদর্থক…

Avatar

বেতন কাঠামোর উন্নতি সাধনের জন্য একাধিক দাবিতে একের পর এক আন্দোলন। বাংলার পার্শ্বশিক্ষকদের দাবিপূরণ করার জন্য এইবার সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘সদর্থক হস্তক্ষেপে’-এর আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)।

বিধানসভা ভোটের আগে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে বিড়ম্বনায় বাংলা সরকার। ১ মাস ধরে অবস্থান বিক্ষোভের পর সল্টলেকে বিকাশভবনে সামনে ধর্নায় বসেছিলেন তারা। ১০ দিন ধরে চলছে এই অনশন। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চ -এ যান গেরুয়া শিবিরের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। স্পষ্টতই বলেন,’এদের দাবি ন্যায় সঙ্গৎ। পার্শ্বশিক্ষকদের সঙ্গেও বঞ্চনা করা হচ্ছে। এতদিন ধরে অনশন করছেন, এঁদের কথা শোনা হচ্ছে না। এটা তো বাংলার রাজনীতি নয়’। আন্দোলনকারীদের আশ্বাস দেন, ‘আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়ে, তাহলে এইসব দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে’। এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় হল গেরুয়াশিবির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন বাজেটে পার্শ্বশিক্ষকদের বেতন, অবসরকালীন ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগের দিন বিকেলে পার্শ্বশিক্ষকদের সেই সব সরকারি সুবিধার কথা জানাতে ধর্মতলায় সমাবেশে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। উলটে সামনে পেয়ে শিক্ষমন্ত্রীকে ঘিরে ধরে একদল শিক্ষক বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তজনে ছড়িয়ে পড়ে রানি রাসমনি অ্যাভিনিউ-তে।

About Author