এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “এটা নতুন করে বলার কিছু নেই। নতুন কোন কথা নয়। গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা চলছিল যে মুকুলবাবু বোধহয় আবার তৃণমূলে ফিরে যাবে। তবে কথাটার কোন ভিত্তি ছিল না। সেটা আজকে প্রমান হয়ে গেল। মুকুলবাবু টুইট করে সমস্ত কথা পরিষ্কার করে দিয়েছেন। আপাতত জল্পনা স্থগিত রাখা উচিত।”My fight would continue as a soldier of BJP to restore democracy in our state. I would request everyone to put the concoctions and conjectures to rest. I am resolute in my political path.
— Mukul Roy (@MukulR_Official) May 8, 2021
তৃণমূলে ফিরছেন কি মুকুল রায়? জল্পনার মাঝে বিস্ফোরক টুইট মুকুলের
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফলে ২১৩ আসন পেয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেস সরকার। অন্যদিকে বিজেপি মাত্র ৭৭ আসন পেয়েছেন। কিন্তু বিজেপির কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছেন বিজেপির…

আরও পড়ুন