Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়

কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূল-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারপর লোকসভা ভোটে প্রাণপণে গেরুয়া শিবিরকে জেতার জন্য তিনি কাজ করেছেন। এমনকি প্রভাব খাটিয়ে তৃণমূল-কংগ্রেস থেকে বহু বিধায়ককে গেরুয়া…

Avatar

কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূল-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারপর লোকসভা ভোটে প্রাণপণে গেরুয়া শিবিরকে জেতার জন্য তিনি কাজ করেছেন। এমনকি প্রভাব খাটিয়ে তৃণমূল-কংগ্রেস থেকে বহু বিধায়ককে গেরুয়া শিবিরে নাম লেখাতে সাহায্য করেছেন তিনি। এমনটাই শাসক দলের তরফ থেকে দাবি করা হয়েছিল। আর এবার লোকসভা ভোটে সাফল্যের পুরস্কার পেলেন মুকুল রায়। আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন। আর তাতেই দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হল মুকুল রায়কে। শুধু তিনিই নন, তাঁর হাত ধরে পদ্ম ফুলে নাম লেখানো অনুপম হাজরাও বড় পদ পেয়েছেন। তাঁকে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

লোকসভা ভোটে নীতি নির্ধারণ এবং প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুল রায়কে। এর ফলে গত লোকসভা নির্বাচনে যথেষ্ট সফলতা পায় বিজেপি। কিন্তু তারপর রাজ্যস্তরে কোনওরকম বড় পদ দেওয়া হয়নি মুকুলকে। তবে এবার একেবারে কেন্দ্রীয় স্তরে বড় পদ পেলেন তিনি। যদিও মাঝখানে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সংঘাতের কথা উঠেছিল, তবুও গেরুয়া শিবিরে টিকে থেকে যে লড়াই তিনি চালিয়ে গিয়েছেন, তার ফল পেলেন আজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে টলিউড অভিনেত্রী নেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে দল থেকে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন মুকুলের অনুগামী অনুপম হাজরা। তারপর তাঁকে খুব একটা দলে সক্রিয় দেখা যায়নি। তবে এবার তাঁকেই বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুকুল ও অনুপমকে এত বড় দায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

About Author